VP Mansiya: জন্মসূত্রে মুসলিম, কেরলের মন্দিরে শেষ মুহূর্তে বাতিল ভরতনাট্যম শিল্পীর অনুষ্ঠান

জাত পাতের ঊর্ধ্বে উঠে নৃত্যশিল্পী মানসিয়া ভিপি আপন করেছেন ভারতীয় এই শাস্ত্রীয় নৃত্যকে। তবে এবার মানসিয়াই বিপাকে। কেরলের এক মন্দিরে আমন্ত্রণ জানানো হলেও অহিন্দু হওয়ার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

| Edited By: | Updated on: Mar 29, 2022 | 5:48 PM
জন্মসূত্রে মুসলিম, বহু বছর ধরে চর্চা করেন ভরতনাট্যম। জাত পাতের ঊর্ধ্বে উঠে নৃত্যশিল্পী মানসিয়া ভিপি আপন করেছেন ভারতীয় এই শাস্ত্রীয় নৃত্যকে। তবে এবার মানসিয়াই বিপাকে। কেরলের এক মন্দিরে আমন্ত্রণ জানানো হলেও অহিন্দু হওয়ার কারণে সমস্যার সম্মুখীন হতএ হয়েছে তাঁকে।

জন্মসূত্রে মুসলিম, বহু বছর ধরে চর্চা করেন ভরতনাট্যম। জাত পাতের ঊর্ধ্বে উঠে নৃত্যশিল্পী মানসিয়া ভিপি আপন করেছেন ভারতীয় এই শাস্ত্রীয় নৃত্যকে। তবে এবার মানসিয়াই বিপাকে। কেরলের এক মন্দিরে আমন্ত্রণ জানানো হলেও অহিন্দু হওয়ার কারণে সমস্যার সম্মুখীন হতএ হয়েছে তাঁকে।

1 / 6
কেরলের থিসুর জেমার কুড়ালমানিক্যম মন্দিরে আগামী ২১ এপ্রিল তাঁর একটি নৃত্য পরিবেশনা করার কথা ছিল। কিন্তু দু'দিন আগে মন্দির কর্তৃপক্ষ তরফে তাঁর কাছ থেকে ফোন করে তাঁর ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বলেই জানিয়েছেন মানসিয়া।

কেরলের থিসুর জেমার কুড়ালমানিক্যম মন্দিরে আগামী ২১ এপ্রিল তাঁর একটি নৃত্য পরিবেশনা করার কথা ছিল। কিন্তু দু'দিন আগে মন্দির কর্তৃপক্ষ তরফে তাঁর কাছ থেকে ফোন করে তাঁর ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বলেই জানিয়েছেন মানসিয়া।

2 / 6
বিবাহসূত্রে হিন্দু বাদক শ্যাম কল্যাণকে বিয়ে করেছেন তিনি। মানসিয়া জানান, তাঁকে জিজ্ঞাসা করা হয় বিবাহের পরে তিনি ধর্ম পরিবর্তন করেছেন কিনা। উত্তরে মানসিয়া জানান, তাঁর কোনও ধর্ম নেই। তাঁর কথা মতো এর পরেই বাতিল হয় অনুষ্ঠান।

বিবাহসূত্রে হিন্দু বাদক শ্যাম কল্যাণকে বিয়ে করেছেন তিনি। মানসিয়া জানান, তাঁকে জিজ্ঞাসা করা হয় বিবাহের পরে তিনি ধর্ম পরিবর্তন করেছেন কিনা। উত্তরে মানসিয়া জানান, তাঁর কোনও ধর্ম নেই। তাঁর কথা মতো এর পরেই বাতিল হয় অনুষ্ঠান।

3 / 6
ঘটনায় ভেঙে পড়েছেন মানসিয়া। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এক ধর্মে নাচ করা অপরাধ, আর আর এক ধর্মে ভরতনাট্যম শুধু তাঁদেরই মোনোপলি। দুই ধর্মের তরফেই বহুবার বাধা পেয়ে তিনি আরও যোগ করেছেন এ রকম ঘটনার সম্মুখীন আগেও হয়েছেন তিনি। কিছু বছর আগে গুরুভাইয়ুরের রাধা কৃষ্ণ মন্দিরেও মুসলিম হওয়ার কারণে তাঁকে নাচতে দেওয়া হয়নি।

ঘটনায় ভেঙে পড়েছেন মানসিয়া। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এক ধর্মে নাচ করা অপরাধ, আর আর এক ধর্মে ভরতনাট্যম শুধু তাঁদেরই মোনোপলি। দুই ধর্মের তরফেই বহুবার বাধা পেয়ে তিনি আরও যোগ করেছেন এ রকম ঘটনার সম্মুখীন আগেও হয়েছেন তিনি। কিছু বছর আগে গুরুভাইয়ুরের রাধা কৃষ্ণ মন্দিরেও মুসলিম হওয়ার কারণে তাঁকে নাচতে দেওয়া হয়নি।

4 / 6
এ প্রসঙ্গে মন্দিরের চেয়ারম্যান প্রদীপ মেননের বক্তব্য, "আমাদের মন্দিরের নিয়ম অনুযায়ী সমস্ত শিল্পীদের ধর্ম জেনে নিতে হয়। মানসিয়া জানায় তাঁর কোনও ধর্ম নেই। সেই কারণেই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।" অকারণে কোনও সমস্যা যাতে না হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রদীপ মেনন।

এ প্রসঙ্গে মন্দিরের চেয়ারম্যান প্রদীপ মেননের বক্তব্য, "আমাদের মন্দিরের নিয়ম অনুযায়ী সমস্ত শিল্পীদের ধর্ম জেনে নিতে হয়। মানসিয়া জানায় তাঁর কোনও ধর্ম নেই। সেই কারণেই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।" অকারণে কোনও সমস্যা যাতে না হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রদীপ মেনন।

5 / 6
ঘটনায় দ্বৈত প্রক্রিয়া নেটপাড়ায়। কেউ যেমন অহিন্দু মানসিয়ার মন্দির প্রাঙ্গণে নাচ করতে না দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, কেউ আবার প্রশ্ন করেছেন, শিল্পেরও ধর্ম হয়? মানসিয়া পক্ষে দাঁড়িয়ে তাঁর বক্তব্য, "ভরতের নাট্যশাস্ত্রকে ভালবেসে আপন করেছেন মানসিয়া। নিজ ধর্মের নাচ নিষেধ থাকলেও নাচের প্রতি প্রেমের টানে জয় করেছেন সেই বাধাও। তাও কেন আপত্তি?"

ঘটনায় দ্বৈত প্রক্রিয়া নেটপাড়ায়। কেউ যেমন অহিন্দু মানসিয়ার মন্দির প্রাঙ্গণে নাচ করতে না দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, কেউ আবার প্রশ্ন করেছেন, শিল্পেরও ধর্ম হয়? মানসিয়া পক্ষে দাঁড়িয়ে তাঁর বক্তব্য, "ভরতের নাট্যশাস্ত্রকে ভালবেসে আপন করেছেন মানসিয়া। নিজ ধর্মের নাচ নিষেধ থাকলেও নাচের প্রতি প্রেমের টানে জয় করেছেন সেই বাধাও। তাও কেন আপত্তি?"

6 / 6
Follow Us: