Glowing Skin Tips: শরীরের এই বিশেষ অঙ্গে মালিশ করলেই ফিরবে মুখের জেল্লা

মুখের জেল্লা ফেরাতে অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন। কিন্তু বাজারের বিভিন্ন প্রসাধনী অনেক সময়ই ত্বকের বিভিন্ন ক্ষতি করে। কিন্তু ঘরেই বিশেষ অঙ্গে মালিশ করে আপনি ফেরাতে পারেন ত্বকের জেল্লা।

| Updated on: May 09, 2024 | 1:28 PM
উজ্জ্বল ত্বক পেতে কার না ইচ্ছা করে! মুখের জেল্লা ফেরাতে অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন।

উজ্জ্বল ত্বক পেতে কার না ইচ্ছা করে! মুখের জেল্লা ফেরাতে অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন।

1 / 8
কিন্তু বাজারের বিভিন্ন প্রসাধনী অনেক সময়ই ত্বকের বিভিন্ন ক্ষতি করে। কিন্তু ঘরেই বিশেষ অঙ্গে মালিশ করে আপনি ফেরাতে পারেন ত্বকের জেল্লা।

কিন্তু বাজারের বিভিন্ন প্রসাধনী অনেক সময়ই ত্বকের বিভিন্ন ক্ষতি করে। কিন্তু ঘরেই বিশেষ অঙ্গে মালিশ করে আপনি ফেরাতে পারেন ত্বকের জেল্লা।

2 / 8
কান এবং তৎ সংলগ্ন এলাকায় বিশেষভাবে মালিশ করতে ত্বকের ঔজ্জ্বল্য ফেরে। আয়ুর্বেদ এবং চিনের প্রাচীন চিকিৎসা শাস্ত্রেও এই পদ্ধতি বেশ জনপ্রিয়। 

কান এবং তৎ সংলগ্ন এলাকায় বিশেষভাবে মালিশ করতে ত্বকের ঔজ্জ্বল্য ফেরে। আয়ুর্বেদ এবং চিনের প্রাচীন চিকিৎসা শাস্ত্রেও এই পদ্ধতি বেশ জনপ্রিয়। 

3 / 8
বিজ্ঞান বলছে, কানের সঙ্গে শরীরের বিভিন্ন অংশের যোগ রয়েছে। তাই কানে মালিশ করলে শরীরের অভ্যন্তরীণ সমন্বয় ভাল হয়।

বিজ্ঞান বলছে, কানের সঙ্গে শরীরের বিভিন্ন অংশের যোগ রয়েছে। তাই কানে মালিশ করলে শরীরের অভ্যন্তরীণ সমন্বয় ভাল হয়।

4 / 8
ফেশিয়াল করার সময় মুখের সঙ্গে কান-সংলগ্ন অঞ্চলেও মাসাজ করা হয়। কানের আশপাশে এমন কিছু প্রেশার পয়েন্ট রয়েছে, যেগুলি উজ্জীবিত হলে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে।

ফেশিয়াল করার সময় মুখের সঙ্গে কান-সংলগ্ন অঞ্চলেও মাসাজ করা হয়। কানের আশপাশে এমন কিছু প্রেশার পয়েন্ট রয়েছে, যেগুলি উজ্জীবিত হলে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে।

5 / 8
কানের লতির পিছন দিকে মাসাজ শুরু করা যেতে পারে। হালকা হাতে ধীরে ধীরে কানের উপরের দিক পর্যন্ত মাসাজ করা যেতে পারে।

কানের লতির পিছন দিকে মাসাজ শুরু করা যেতে পারে। হালকা হাতে ধীরে ধীরে কানের উপরের দিক পর্যন্ত মাসাজ করা যেতে পারে।

6 / 8
মাসাজ করার সময় যাতে সহজেই হাত এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়, তার জন্য মুখে মাখার কোনও ক্রিম বা ফেশিয়াল অয়েল মেখে নেওয়া ভাল।

মাসাজ করার সময় যাতে সহজেই হাত এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়, তার জন্য মুখে মাখার কোনও ক্রিম বা ফেশিয়াল অয়েল মেখে নেওয়া ভাল।

7 / 8
আলাদা করে কান মাসাজ করার সময় না-ও হতে পারে। সে ক্ষেত্রে প্রতি দিন বাড়ি ফিরে যখন ‘ক্লিনজ়িং’, ‘টোনিং’ এবং ‘ময়েশ্চারাইজ়িং’ করেন, তখনই কানে মাসাজ করে নিতে পারেন।

আলাদা করে কান মাসাজ করার সময় না-ও হতে পারে। সে ক্ষেত্রে প্রতি দিন বাড়ি ফিরে যখন ‘ক্লিনজ়িং’, ‘টোনিং’ এবং ‘ময়েশ্চারাইজ়িং’ করেন, তখনই কানে মাসাজ করে নিতে পারেন।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...