এখন অনেক কম বয়স থেকেই হচ্ছে পাকা চুলের সমস্যা। আর চুল পাকলে মোটেই দেখতে ভাল লাগে না। সাদা চুল কালো করতে অনেকেই ছোট বয়স থেকে কলপ করেন, এতে চুলের অনেক বেশি ক্ষতি হয়।
একটা পাত্রে বড় ২ চামচ মেথিদানা, কারিপাতা, কালোজিরে, বড় এক চামচ চা-পাতা দিয়ে ফোটাতে থাকুন। অল্প আঁচে সবকিছু ফুটতে দিন। সব ফুটে একটা গাঢ় লিকার তৈরি হলে গ্যাস বন্ধ করুন।
অ্যালোভেরার জেল একদম মিহি পেস্ট করে নিতে হবে। এবার তা ফুটিয়ে ছেঁকে নেওয়া মেথির জলে মিশিয়ে নিতে হবে।
পেয়ার পাতার সিরাম বানিয়ে নিন। পেয়ারা পাতা ভাল করে ধুয়ে গরম জলে ভাপিয়ে নিন। এবার এই পাতার মধ্যে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিন।
এবার পেয়ারা পাতা থেকে চিপে চিপে রস বের করে নিন। সব কিছু অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে লাগান আর ভাল করে ম্যাসাজ করতে থাকুন। বিশেষ করে দু পাশের চুলে। কারণ ওই চুলগুলো তাড়াতাড়ি পাকে।
১ ঘন্টা এই মিশ্রণ চুলে রেখে দিতে হবে। ছেঁকে নেওয়া পেয়ারা পাতার সিদ্ধ চলে একু চিনি আর শ্যাম্পু একসঙ্গে মিশিয়ে নিন।
এবার তা চুলে ভাল করে লাগিয়ে ম্যাসাজ করে নিন। ১৫ মিনিট রেখে ঘষে ঘষে ধুয়ে নিলেই চুল হবে গোড়া থেকে মজবুত। ঝরে পড়বে না। আর চুল সাত তাড়াতাড়ি সাদা হবে না।
সপ্তাহে একদিন নিয়ম করে এই টোটকা মেনে দেখুন। এতে প্রাকৃতিক উপায়েই চুলের কালো ভাব বজায় থাকবে। চুল পাকবে না সাত তাড়াতাড়ি।