Bangla News » Photo gallery » Madhuri dixit and sanjay dutt relationship gossip goes viral in 90s
Relationship Controversy: ৩০৮ জনের সঙ্গে শারীরিক সম্পর্ক, তবে সঞ্জয়ের মনের ছিল মাধুরীর বাস, বিয়ে পাকা, তারপর…
Madhuri Dixit: সঞ্জয় দত্তের সঙ্গে মাধুরীর সম্পর্কের খবর কারুর অজানা নয়। একের পর এক সেলেবের মধ্যে থাকা গোপন সম্পর্কের জল্পনার মাঝে এই জুটি ছিলেন অন্যতম।
সঞ্জয় দত্তের সঙ্গে মাধুরীর সম্পর্কের খবর কারুর অজানা নয়। একের পর এক সেলেবের মধ্যে থাকা গোপন সম্পর্কের জল্পনার মাঝে এই জুটি ছিলেন অন্যতম।
1 / 6
নব্বই দশকের গোড়ার কথা, তখন সিনে দুনিয়ায় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিচ্ছেন এই জুটি। একে অন্যের সঙ্গে ডেটিং-এও মত্ত। প্রকাশ্যে ধরা দিতেন তিনি।
2 / 6
কিছু দিনের মধ্যেই সামনে খবর আসে তাঁরা বিয়ে করতে চলেছেন। সঞ্জয় দত্ত সেই সময় ছিলেন বিটাউন ক্যাসানোভা। তাতেই কি বিপত্তি! না। এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিজেই গান উল্টো সুর।
3 / 6
জানান, তাঁর ও মাধুরীর নাকি সম্পর্কই ছিল না। তিনি মোটের ওপর ৩০৮ জনের সঙ্গে শারীরিকভাবে মিলিত। তিনি জানান, সত্যি যদি তিনি মাধুরীকে কাছে টানতেন তাহলে হয়তো ভালই হত।
4 / 6
যদিও বাস্তবে রয়েছে অন্য কাহিনি। মাধুরীকে সঞ্জয় দত্ত প্রকৃতই ভালবেসে ছিলেন। যখন তাঁর নামের সঙ্গে টাডা কেস জড়িয়ে যায়, তখনই মাধুরী নিজেকে সরিয়ে নেন এই সম্পর্ক থেকে।
5 / 6
তাঁর বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয় বাইরে। এরপর ভেঙে যায় তাঁদের জুটি। যদিও এই নিয়ে দুজনের মধ্যে কেউই মুখ খোলেননি কোনও দিন। তবে বি-টাউনের এই প্রেমকাহিনি চাপা থাকেনি।