কথায় বলে বলিউডে কাস্টিং কাউচের ফাঁদে পা নয়। অথচ, প্রতিটা মুহূর্তে শুটিং সেটে সহ অভিনেতা বা পরিচালক প্রযোজকের যে কটুক্তি ধেয়ে আসে, তার বেলায় কি!
1 / 6
কম বেশি সকলেই এমন পরিস্থিতির শিকার হয়েছেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি খোদ অনুষ্কা শর্মাও। যদিও সে প্রসঙ্গ বেশ খানিকটা ভিন্ন। রণবীর সিং-এর সঙ্গে ব্যান্ড বাজা বারাতি ছবিতে কাজ।
2 / 6
সেখানেই রণবীর তাঁর স্বভাব বশত ইয়ার্কি করে বসেন অনুষ্কার সঙ্গে। বলে ফেলেন, তিনি অনুষ্কার নিতম্বে মারতে চান। আর তাতেই মেজাজ হারান অনুষ্কা।
3 / 6
কোনও রকমের প্রশ্রয় দেওয়া নয়। বরং তিনি রণবীরকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে এই ধরনের ইয়ার্কি তিনি মোটেও পছন্দ করবেন না।
4 / 6
যদিও তা নিয়ে খুব বেশি জলঘোলা হয়নি। তবে সেই মুহূর্তে কোথাও গিয়ে যেন এই বিতর্ক জায়গা করে নিয়েছিল ভক্তদের মনে। পরবর্তীতে তাঁরা বেশ ভাল বন্ধু হয়ে গিয়েছিলেন।
5 / 6
এবং তাঁদের দিল ধারকনে দো ছবিতেও একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। রণবীর সিং বরাবরই তাঁর সবঅভিনেতাদের সঙ্গে বেশ খোলামেলা, সেবারও ঠিক তেমনই এক ইয়ার্কি কাল হয়ে দাঁড়িয়ে ছিল তাঁর জন্য।