হঠাৎ মাটি ফেটে বেরোতে থাকে ঠান্ডা গ্যাস। চারদিকে শীতল হয়ে যায়। বেশ কিছুক্ষণ এমন চলার পরে তীব্র বেগে মাটি ফুঁড়ে ঠান্ডা জল বেরোতে থাকে। এত জল যে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন! ভৌতিক ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য মালদার কোতোয়ালিতে।
কী কারণ কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না এলাকার মানুষ। আতঙ্কে অনেকে পুজো পাঠ শুরু করেছেন এলাকায়। এদিকে মাটি ফেটে জল বেরিয়েই চলেছে। ঘটনাস্থলে যান পঞ্চায়েতের লোকজন। খোঁজ খবর করতে ছুটে যায় পুলিশও। খবর যায় ব্লক দফতরেও।
এভাবে মাটি ফেটে প্রথমে গ্যাস পরে জল বেরোনোর কারণ খোঁজা বা সমাধানের পথ বের করা কোনটাই করতে পারে না কেউ। এরপরেই খবর যায় পিএইচই দফতরে। ইঞ্জিনিয়াররা গিয়ে খতিয়ে দেখেন।
অনেক পরীক্ষার পরে জানা যায় আসল কারণ। মাটির গভীরে আর্সেনিক মুক্ত পানীয় জলের বিশাল পাইপ ফেটে গিয়েছে। আর তা থেকেই এই বিপত্তি।
মাটির নিচের সেই পাইপ ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে ওই দফতর। কাজ শুরুও হয়ে যাচ্ছে।কিন্তু জল এখনও বেরিয়েই চলেছে।