Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Halloween 2021: ভূত চতুর্দশীতে অ্যাডভেঞ্চার করতে চান? ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে

প্রতি বছর সারা বিশ্বে ৩১ অক্টোবর হ্যালোউইন পালন করা হয়। তবে ভারতে দীপাবলি ও কালীপুজোর ৩-৪ দিন আগে পালন করা হয় ভূত চতুর্দশী। এই দিন যদি অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে, তাহলে ঘুরে আসতে পারেন এই জায়গা গুলি থেকে।

| Edited By: | Updated on: Oct 29, 2021 | 5:13 PM
ভানগড় দুর্গ, রাজস্থান: বাবা বালানাথের অভিশাপের ফলস্বরূপ রাজস্থানের ভানগড়কে ধ্বংস হয়ে গিয়েছিল। এই দুর্গ ধ্বংসের পিছনে কিংবদন্তি যাদুকর সিংঘিয়ার অভিশাপকেও দায়ী করা হয়। তবে একথাও ঠিক যে, সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ এই দুর্গে।

ভানগড় দুর্গ, রাজস্থান: বাবা বালানাথের অভিশাপের ফলস্বরূপ রাজস্থানের ভানগড়কে ধ্বংস হয়ে গিয়েছিল। এই দুর্গ ধ্বংসের পিছনে কিংবদন্তি যাদুকর সিংঘিয়ার অভিশাপকেও দায়ী করা হয়। তবে একথাও ঠিক যে, সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ এই দুর্গে।

1 / 6
অগ্রসেন কি বাওলি, নয়া দিল্লি: ৬০ মিটার দীর্ঘ ও ১৫ মিটার চওড়া ঐতিহাসিক কুয়ো, যেখানে রাত নামলেই শুরু হয় ভূতেদের আনাগোনা। এমনটাই বিশ্বাস করেন স্থানীয়রা। আপনিও যদি ইতিহাসের সাক্ষী হতে চান তাহলে ঘুরে আসতে পারেন দিল্লির এই স্থান থেকে। জনপ্রিয় ভ্রমণ স্থান হওয়া সত্ত্বেও সূর্যাস্তের পর প্রবেশ নেই এই স্থানে।

অগ্রসেন কি বাওলি, নয়া দিল্লি: ৬০ মিটার দীর্ঘ ও ১৫ মিটার চওড়া ঐতিহাসিক কুয়ো, যেখানে রাত নামলেই শুরু হয় ভূতেদের আনাগোনা। এমনটাই বিশ্বাস করেন স্থানীয়রা। আপনিও যদি ইতিহাসের সাক্ষী হতে চান তাহলে ঘুরে আসতে পারেন দিল্লির এই স্থান থেকে। জনপ্রিয় ভ্রমণ স্থান হওয়া সত্ত্বেও সূর্যাস্তের পর প্রবেশ নেই এই স্থানে।

2 / 6
গোলকুন্ডা ফোর্ট, হায়দ্রাবাদ: তেলেঙ্গানার হায়দ্রাবাদের পশ্চিমে অবস্থিত গোলকুন্ডা ফোর্ট। কুতুবশাহীর মধ্যযুগীয় সালতানাতের রাজধানী ছিল এটি। তবে এখন পরিণত হয়েছে ভুতুড়ে স্থানে। স্থানীয়দের মতে এখানে নাকি ঘোরাফেরা করে মৃত সৈন্যদের আত্মা, শোনা যায়  রাজবংশের সবচেয়ে খ্যাতনাম গণিকা তারামতীর ঘুঙুরের আওয়াজ।

গোলকুন্ডা ফোর্ট, হায়দ্রাবাদ: তেলেঙ্গানার হায়দ্রাবাদের পশ্চিমে অবস্থিত গোলকুন্ডা ফোর্ট। কুতুবশাহীর মধ্যযুগীয় সালতানাতের রাজধানী ছিল এটি। তবে এখন পরিণত হয়েছে ভুতুড়ে স্থানে। স্থানীয়দের মতে এখানে নাকি ঘোরাফেরা করে মৃত সৈন্যদের আত্মা, শোনা যায় রাজবংশের সবচেয়ে খ্যাতনাম গণিকা তারামতীর ঘুঙুরের আওয়াজ।

3 / 6
শানিওয়ার ওয়াদা, পুনে: এখানে নাকি রয়েছে পঞ্চম পেশোয়া নারায়ণ রাওয়ের আত্মা।  ১৮ শতকের এই দুর্গ তৈরি করা হয়েছিল। চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে।

শানিওয়ার ওয়াদা, পুনে: এখানে নাকি রয়েছে পঞ্চম পেশোয়া নারায়ণ রাওয়ের আত্মা। ১৮ শতকের এই দুর্গ তৈরি করা হয়েছিল। চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে।

4 / 6
জামালি কামালী মসজিদ ও সমাধি, মেহরাউলি: মেহরাউলির এই গ্রাম ভুতুড়ে গ্রাম নামেই এখন পরিচিত। এমনকি এই গ্রামে প্রবেশ করলেই শোনা যায় নানান রকম অদ্ভুত শব্দ।

জামালি কামালী মসজিদ ও সমাধি, মেহরাউলি: মেহরাউলির এই গ্রাম ভুতুড়ে গ্রাম নামেই এখন পরিচিত। এমনকি এই গ্রামে প্রবেশ করলেই শোনা যায় নানান রকম অদ্ভুত শব্দ।

5 / 6
ডামাস সমুদ্র সৈকত, সুরাট: হ্যালোউইনে পার্টির প্ল্যান করছেন? এর জন্য ডামাস সমুদ্র সৈকতকে বেছে নিতে পারে।

ডামাস সমুদ্র সৈকত, সুরাট: হ্যালোউইনে পার্টির প্ল্যান করছেন? এর জন্য ডামাস সমুদ্র সৈকতকে বেছে নিতে পারে।

6 / 6
Follow Us: