Nia Sharma: সাদা-কালোর রাজকন্যে! পুরুষাঙ্গ-সদৃশ কেক কেটে বিতর্কে জড়ান সিরিয়ালের এই অভিনেত্রী

Nia Sharma: জীবন জুড়ে সাদা-কালো তাঁর। ছিলেন সাংবাদিক হলেন অভিনেত্রী। নাম নিয়া শর্মা। বলিউডে কাজ করছেন বহুদিন। এ হেন নিয়াই বিতর্কে জড়িয়েছেন বারংবার।

| Edited By: | Updated on: Aug 21, 2022 | 3:58 PM
জীবন জুড়ে সাদা-কালো তাঁর। ছিলেন সাংবাদিক হলেন অভিনেত্রী। নাম নিয়া শর্মা। বলিউডে কাজ করছেন বহুদিন। এ হেন নিয়াই বিতর্কে জড়িয়েছেন বারংবার।

জীবন জুড়ে সাদা-কালো তাঁর। ছিলেন সাংবাদিক হলেন অভিনেত্রী। নাম নিয়া শর্মা। বলিউডে কাজ করছেন বহুদিন। এ হেন নিয়াই বিতর্কে জড়িয়েছেন বারংবার।

1 / 5
৩০ বছরের জন্মদিন পালনে তাঁর জন্য যে কেক নিয়ে আসা হয়েছিল তা দেখতে ছিল পুরুষাঙ্গের মতো। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই নিয়া ছাড় পাননি।

৩০ বছরের জন্মদিন পালনে তাঁর জন্য যে কেক নিয়ে আসা হয়েছিল তা দেখতে ছিল পুরুষাঙ্গের মতো। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই নিয়া ছাড় পাননি।

2 / 5
উঠেছিল তাঁর রুচি নিয়েও নানা প্রশ্ন। মুখ খুলেছিলেন নিয়া। বলেছিলেন, 'প্রতিদিন জন্মদিন নয়। তাই শান্ত থাকুন আর এগিয়ে যান'।

উঠেছিল তাঁর রুচি নিয়েও নানা প্রশ্ন। মুখ খুলেছিলেন নিয়া। বলেছিলেন, 'প্রতিদিন জন্মদিন নয়। তাই শান্ত থাকুন আর এগিয়ে যান'।

3 / 5
বরাবরই নিজের শর্তে বাঁচেন নিয়া। নিশিঠেকে প্রকাশ্যে নাচ হোক অথবা খোলামেলা পোশাক-- কিছুতেই ট্যাবুর পরোয়া নেই তাঁর। এ নিয়ে কম সমালোচিত হতে হয় না তাঁকে।

বরাবরই নিজের শর্তে বাঁচেন নিয়া। নিশিঠেকে প্রকাশ্যে নাচ হোক অথবা খোলামেলা পোশাক-- কিছুতেই ট্যাবুর পরোয়া নেই তাঁর। এ নিয়ে কম সমালোচিত হতে হয় না তাঁকে।

4 / 5
তবুও টেলিভিশনের এই প্রাক্তন নাগিন চলেন নিজের মতো। সম্প্রতি বাড়িও কিনেছেন মুম্বইয়ের বিলাসবহুল অঞ্চলে। কাজ, বিতর্ক নিয়েই এই বেশ ভাল আছেন তিনি।

তবুও টেলিভিশনের এই প্রাক্তন নাগিন চলেন নিজের মতো। সম্প্রতি বাড়িও কিনেছেন মুম্বইয়ের বিলাসবহুল অঞ্চলে। কাজ, বিতর্ক নিয়েই এই বেশ ভাল আছেন তিনি।

5 / 5
Follow Us: