World’s most Polluted City: দূষণ সব থেকে এগিয়ে এশিয়ার এই শহর, দেখে নিন ছবি

সাম্প্রতিক বছর গুলিতে পাকিস্তানের বাসিন্দারা বাতাসকে পরিশোধন করার জন্য নিজস্ব এয়ার পিউরিফায়ার বানিয়েছেন। এমনকি সরকারের বিরুদ্ধে আদালতে মামলাও করা হয়েছে।

| Edited By: | Updated on: Nov 19, 2021 | 7:15 PM
দূষণ নিয়ে বিশ্ব জোড়া আলোচনার মাঝেই পৃথিবী সের দূষিত শহরের তকমা জিতে নিল পাকিস্তানের লাহোর। জানা গিয়েছে, ধোঁয়াশার কারণে লাহোরের বাসিন্দাদের দমবন্ধ হয়ে আসার প্রবনতা দেখা দিয়েছে। ছবি: টুইটার

দূষণ নিয়ে বিশ্ব জোড়া আলোচনার মাঝেই পৃথিবী সের দূষিত শহরের তকমা জিতে নিল পাকিস্তানের লাহোর। জানা গিয়েছে, ধোঁয়াশার কারণে লাহোরের বাসিন্দাদের দমবন্ধ হয়ে আসার প্রবনতা দেখা দিয়েছে। ছবি: টুইটার

1 / 6
লাহোরে বায়ু দূষণ সূচকের মান ৩৪৮ হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্রবনতা খুবই ভয়াবহ মাত্রা ধারন করতে পারে। স্যুইটজারল্যান্ডের  এয়ার ভিসুয়াল মনিটরিং সংস্থার বিচারে লাহোরে দূষণের এই মাত্রা প্রকাশিত হয়েছে।  ছবি: টুইটার

লাহোরে বায়ু দূষণ সূচকের মান ৩৪৮ হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্রবনতা খুবই ভয়াবহ মাত্রা ধারন করতে পারে। স্যুইটজারল্যান্ডের এয়ার ভিসুয়াল মনিটরিং সংস্থার বিচারে লাহোরে দূষণের এই মাত্রা প্রকাশিত হয়েছে। ছবি: টুইটার

2 / 6
সংবাদ সংস্থা এএফপিকে পাকিস্তানের এক শ্রমিক জানিয়েছেন, দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে বাচ্চাদের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। সরকারের কাছে তাঁর কাতর আবেদন, 'দয়া করে কিছু করুন'।  ছবি: টুইটার

সংবাদ সংস্থা এএফপিকে পাকিস্তানের এক শ্রমিক জানিয়েছেন, দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে বাচ্চাদের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। সরকারের কাছে তাঁর কাতর আবেদন, 'দয়া করে কিছু করুন'। ছবি: টুইটার

3 / 6
বেশ কিছু বছর ধরেই পাকিস্তানে দূষণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। অতিরিক্ত পরিমাণে নিম্ন মানের ডিজেল ব্যবহারে ফলে উৎপন্ন কাল ধোয়া, মরসুমি ফসল পোড়ানোর ফলে নির্গত ধোয়া কুয়াশার সঙ্গে মিলে ভয়াবহ ধোয়াশা তৈরি করছে। তারফলেই পাকিস্তানের বাতাস আরও বেশি পরিমাণে দূষিত হয়ে পড়েছে। ছবি: টুইটার

বেশ কিছু বছর ধরেই পাকিস্তানে দূষণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। অতিরিক্ত পরিমাণে নিম্ন মানের ডিজেল ব্যবহারে ফলে উৎপন্ন কাল ধোয়া, মরসুমি ফসল পোড়ানোর ফলে নির্গত ধোয়া কুয়াশার সঙ্গে মিলে ভয়াবহ ধোয়াশা তৈরি করছে। তারফলেই পাকিস্তানের বাতাস আরও বেশি পরিমাণে দূষিত হয়ে পড়েছে। ছবি: টুইটার

4 / 6
লাহোর কমপক্ষে ১ কোটি ১০ লক্ষ মানুষ বসবাস করেন। লাহোর পাকিস্তানের অন্যতম বড় শহর। এই বিপুল জনসংখ্যার এই শহরে দূষণের মাত্রা ক্রমে বৃদ্ধি পেলে আগামী দিনেও মানুষের সমস্যা বাড়বে।  ছবি: টুইটার

লাহোর কমপক্ষে ১ কোটি ১০ লক্ষ মানুষ বসবাস করেন। লাহোর পাকিস্তানের অন্যতম বড় শহর। এই বিপুল জনসংখ্যার এই শহরে দূষণের মাত্রা ক্রমে বৃদ্ধি পেলে আগামী দিনেও মানুষের সমস্যা বাড়বে। ছবি: টুইটার

5 / 6
সাম্প্রতিক বছর গুলিতে পাকিস্তানের বাসিন্দারা বাতাসকে পরিশোধন করার জন্য নিজস্ব এয়ার পিউরিফায়ার বানিয়েছেন। এমনকি সরকারের বিরুদ্ধে আদালতে মামলাও করা হয়েছে। তবে পাকিস্তানের সরকার এই নিয়ে উদাসীন। তারা ভারতের ওপর দায়া চাপিয়েছে। এবং তাদের দাবি পাকিস্তানের দূষণকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে।  ছবি: টুইটার

সাম্প্রতিক বছর গুলিতে পাকিস্তানের বাসিন্দারা বাতাসকে পরিশোধন করার জন্য নিজস্ব এয়ার পিউরিফায়ার বানিয়েছেন। এমনকি সরকারের বিরুদ্ধে আদালতে মামলাও করা হয়েছে। তবে পাকিস্তানের সরকার এই নিয়ে উদাসীন। তারা ভারতের ওপর দায়া চাপিয়েছে। এবং তাদের দাবি পাকিস্তানের দূষণকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। ছবি: টুইটার

6 / 6
Follow Us: