রণবীর সিং-এর বোল্ড ফটোশুট ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কড়া সমালোচনার শিকার হতে হয় অভিনেতাকে। তবে ২০২২ সালে বসে ছবিটা যখন এইরূপ, কখন ৯০-এর দশকে ঠিক কতটা ঝড় বইতে পারে!
তা চাক্ষুস করেছিলেন ফটোগ্রাফার জয়েশ শেঠি। মমতা কুলকার্নির একটি ম্যাগাজিন শুট ঘিরে তোলপাড় হয়েছিল বলিউড। এই শুট করার আগে মানসিক ভাবে তৈরি ছিল গোটা টিম, বিতর্কের ঝড় উঠবেই।
মমতা কুলকার্নিকে এই ফটোশুটে দেখা যায় বোতাম খোলা জিন্স পরে, শরীরের ওপরের অংশ খোলা। হাতের কায়দায় ঢাকা স্তন। এই ছবি মুক্তি পেতেই ঝড় উঠেছিল বলিউডে।
যদিও তার আগে একাধিক স্টারকে সাহসী পোজ়ে পাওয়া গিয়েছিল। তবে এই শুটের পর যে বিতর্ক শুরু হবে তা আগে থেকেই আঁচ করেছিল সংস্থা। তার জন্য তাঁরা ছিলেন প্রস্তুত।
সম্প্রতি রণবীর সিং-এর ছবি ভাইরাল হতেই অতীতের স্মৃতি স্পষ্ট হয়ে ওঠে ফটোগ্রাফার জয়েশের স্মৃতিতে। তিনি ইটাইমস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান ৯০-এর দশকে ছবিটার জন্য একটি কেস করা হয়েছিল। টানা ১০ বছর পর যাতে জয় আসে সংস্থার পক্ষেই।