Buddhadeb Bhattacharjee Photos: বুদ্ধের ফেলা আসা পথে চলুন একবার হেঁটে দেখি

৮০ বছর বয়সে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংস্কৃতিমনস্ক, বামপন্থী এই নেতার মৃত্যুতে শোকাহত তাঁর অনুগামী থেকে বিরোধীরা। বুদ্ধদেবের কর্মজীবনের কিছু মুহুর্ত আসুন এক নজরে দেখে নিই।

| Updated on: Aug 09, 2024 | 6:25 PM
৮০ বছর বয়সে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংস্কৃতিমনস্ক, বামপন্থী এই নেতার মৃত্যুতে শোকাহত তাঁর অনুগামী থেকে বিরোধীরা। বুদ্ধদেবের কর্মজীবনের কিছু মুহুর্ত আসুন এক নজরে দেখে নিই।

৮০ বছর বয়সে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংস্কৃতিমনস্ক, বামপন্থী এই নেতার মৃত্যুতে শোকাহত তাঁর অনুগামী থেকে বিরোধীরা। বুদ্ধদেবের কর্মজীবনের কিছু মুহুর্ত আসুন এক নজরে দেখে নিই।

1 / 14
মুখ্যমন্ত্রী বুদ্ধদেব: ২০০৭ সালের ২১ নভেম্বর কলকাতার একটি সভায় বক্তৃতা করছেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। (Photo by Subir Halder/The The India Today Group via Getty Images)

মুখ্যমন্ত্রী বুদ্ধদেব: ২০০৭ সালের ২১ নভেম্বর কলকাতার একটি সভায় বক্তৃতা করছেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। (Photo by Subir Halder/The The India Today Group via Getty Images)

2 / 14
মুখ্যমন্ত্রী বুদ্ধদেব: ২০০৭ সালের ১১ জানুয়ারি তোলা হয়েছিল বুদ্ধদেবের এই ছবি। এ বছরই রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল সিঙ্গুরে জমি অধিগ্রহণ ঘিরে। (Photo by Subir Halder/The The India Today Group via Getty Images)

মুখ্যমন্ত্রী বুদ্ধদেব: ২০০৭ সালের ১১ জানুয়ারি তোলা হয়েছিল বুদ্ধদেবের এই ছবি। এ বছরই রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল সিঙ্গুরে জমি অধিগ্রহণ ঘিরে। (Photo by Subir Halder/The The India Today Group via Getty Images)

3 / 14
মুখ্যমন্ত্রী বুদ্ধদেব: ২০০৬ সালের ১৮ মে তোলা এই ছবি তোলা হয়েছিল। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের বিপুল জয়ের পর বক্তব্য রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্য। (Photo by Suvashis Mullick/The The India Today Group via Getty Images)

মুখ্যমন্ত্রী বুদ্ধদেব: ২০০৬ সালের ১৮ মে তোলা এই ছবি তোলা হয়েছিল। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের বিপুল জয়ের পর বক্তব্য রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্য। (Photo by Suvashis Mullick/The The India Today Group via Getty Images)

4 / 14
বুদ্ধদেব ও রাজনীতি: ২০০৩ সালের ৩০ এপ্রিল তোলা হয়েছে এই ছবি। ছবিতে রয়েছেন বাম আমলের দুই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএমের একটি জনসভায় পাশাপাশি বসে বর্ষীয়ান দুই বামনেতা। (Photo by Ghosh Soumitra/The The India Today Group via Getty Images)

বুদ্ধদেব ও রাজনীতি: ২০০৩ সালের ৩০ এপ্রিল তোলা হয়েছে এই ছবি। ছবিতে রয়েছেন বাম আমলের দুই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএমের একটি জনসভায় পাশাপাশি বসে বর্ষীয়ান দুই বামনেতা। (Photo by Ghosh Soumitra/The The India Today Group via Getty Images)

5 / 14
বুদ্ধদেব ও রাজনীতি: ২০১৩ সালের ১ মার্চ কলকাতার রানি রাসমণি রোডে সিপিএমের মিছিলে তোলা হয়েছে এই ছবি। ছবিতে রয়েছেন প্রকাশ কারাত, বিমান বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য। ইউপিএ-২ সরকারের বিরোধিতায় এই মিছিলের আয়োজন করেছিল সিপিএম। (Photo by Ashok Nath Dey/Hindustan Times via Getty Images)

বুদ্ধদেব ও রাজনীতি: ২০১৩ সালের ১ মার্চ কলকাতার রানি রাসমণি রোডে সিপিএমের মিছিলে তোলা হয়েছে এই ছবি। ছবিতে রয়েছেন প্রকাশ কারাত, বিমান বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য। ইউপিএ-২ সরকারের বিরোধিতায় এই মিছিলের আয়োজন করেছিল সিপিএম। (Photo by Ashok Nath Dey/Hindustan Times via Getty Images)

6 / 14
বুদ্ধদেব ও রাজনীতি: ২০১৫ সালের ৮ মার্চ ব্রিগেডে তোলা হয়েছিল এই ছবি। ছবিতে বুদ্ধদেব ভট্টাচার্য রয়েছেন প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরির সঙ্গে এক মঞ্চে। পিছনে বসে রয়েছেন সূর্যকান্ত মিশ্র। (Photo by Bhaskar Mallick/Pacific Press/LightRocket via Getty Images)

বুদ্ধদেব ও রাজনীতি: ২০১৫ সালের ৮ মার্চ ব্রিগেডে তোলা হয়েছিল এই ছবি। ছবিতে বুদ্ধদেব ভট্টাচার্য রয়েছেন প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরির সঙ্গে এক মঞ্চে। পিছনে বসে রয়েছেন সূর্যকান্ত মিশ্র। (Photo by Bhaskar Mallick/Pacific Press/LightRocket via Getty Images)

7 / 14
বুদ্ধদেব ও রাজনীতি: সিপিএমের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক        প্রকাশ কারাতের সঙ্গে আলোচনায় ব্যস্ত বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১৫ সালের ৮ মার্চ ব্রিগেড সমাবেশে তোলা ছবি। (Photo by Bhaskar Mallick/Pacific Press/LightRocket via Getty Images)

বুদ্ধদেব ও রাজনীতি: সিপিএমের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের সঙ্গে আলোচনায় ব্যস্ত বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১৫ সালের ৮ মার্চ ব্রিগেড সমাবেশে তোলা ছবি। (Photo by Bhaskar Mallick/Pacific Press/LightRocket via Getty Images)

8 / 14
বুদ্ধদেব ও রাজনীতি: ২০১৫ সালের ব্রিগেড সমাবেশে সিপিএমের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য। ছবিতে দেখা যাচ্ছে, বিমান বসু কিছু বলছেন বুদ্ধদেবকে। পাশে রয়েছেন প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরিরা। (Photo by Bhaskar Mallick/Pacific Press/LightRocket via Getty Images)

বুদ্ধদেব ও রাজনীতি: ২০১৫ সালের ব্রিগেড সমাবেশে সিপিএমের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য। ছবিতে দেখা যাচ্ছে, বিমান বসু কিছু বলছেন বুদ্ধদেবকে। পাশে রয়েছেন প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরিরা। (Photo by Bhaskar Mallick/Pacific Press/LightRocket via Getty Images)

9 / 14
বুদ্ধদেব ও রাজনীতি: ২০০৭ সালে কংগ্রেস রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছিল রাজস্থানের তৎকালীন রাজ্যপাল প্রতিভা পাটিলকে। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর ১৩ জুলাই কলকাতায় আসেন প্রতিভা পাটিল। সে সময় বুদ্ধবাবু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে প্রতিভা পাটিল। (Photo by Subir Halder/The The India Today Group via Getty Images)

বুদ্ধদেব ও রাজনীতি: ২০০৭ সালে কংগ্রেস রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছিল রাজস্থানের তৎকালীন রাজ্যপাল প্রতিভা পাটিলকে। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর ১৩ জুলাই কলকাতায় আসেন প্রতিভা পাটিল। সে সময় বুদ্ধবাবু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে প্রতিভা পাটিল। (Photo by Subir Halder/The The India Today Group via Getty Images)

10 / 14
শিল্পোদ্যোগী বুদ্ধদেব: পি চিদাম্বরম তখন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। (Photo by Indranil Bhoumik/Mint via Getty Images)

শিল্পোদ্যোগী বুদ্ধদেব: পি চিদাম্বরম তখন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। (Photo by Indranil Bhoumik/Mint via Getty Images)

11 / 14
শিল্পোদ্যোগী বুদ্ধদেব: ২০০৬ সালের ৩১ জুলাই তোলা হয়েছিল এই ছবি। ইন্দোনেশিয়ার শিল্পপতি বেনি স্যান্টোসের সঙ্গে বাংলায় শিল্পস্থাপন নিয়ে আলোচনায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। (Photo by Suvashis Mullick/The The India Today Group via Getty Images)

শিল্পোদ্যোগী বুদ্ধদেব: ২০০৬ সালের ৩১ জুলাই তোলা হয়েছিল এই ছবি। ইন্দোনেশিয়ার শিল্পপতি বেনি স্যান্টোসের সঙ্গে বাংলায় শিল্পস্থাপন নিয়ে আলোচনায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। (Photo by Suvashis Mullick/The The India Today Group via Getty Images)

12 / 14
শিল্পোদ্যোগী বুদ্ধদেব: জিন্দাল গ্রুপের কর্তা সজ্জন জিন্দালের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলায় শিল্প আনতে বুদ্ধদেব যে চেষ্টায় খামতি রাখেননি, এই ছবিগুলিই তাঁর প্রমাণ। (Photo by Subir Halder/The The India Today Group via Getty Images)

শিল্পোদ্যোগী বুদ্ধদেব: জিন্দাল গ্রুপের কর্তা সজ্জন জিন্দালের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলায় শিল্প আনতে বুদ্ধদেব যে চেষ্টায় খামতি রাখেননি, এই ছবিগুলিই তাঁর প্রমাণ। (Photo by Subir Halder/The The India Today Group via Getty Images)

13 / 14
শিল্পোদ্যোগী বুদ্ধদেব: পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করছেন সল্টলেক সিটি সেন্টার শপিং মলের। (Photo by Soumitra Ghosh/The The India Today Group via Getty Images)

শিল্পোদ্যোগী বুদ্ধদেব: পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করছেন সল্টলেক সিটি সেন্টার শপিং মলের। (Photo by Soumitra Ghosh/The The India Today Group via Getty Images)

14 / 14
Follow Us: