ATK Mohun Bagan: এটিকে মোহনবাগান ম্যাচের আগের দিন মাঠের বাইরে অস্বস্তি

ইন্ডিয়ান সুপার লিগে নতুন মরসুম শুরু করছে এটিকে মোহনবাগান। সোমবার অর্থাৎ আগামিকাল ঘরের মাঠে প্রথম ম্যাচ চেন্নায়িন এফসির বিরুদ্ধে। তার আগে মাঠের বাইরে অস্বস্তি। রিমুভ এটিকে দাবিতে সোচ্চার একদল মোহনবাগান সমর্থক। দীর্ঘদিন ধরেই এই দাবিতে সোচ্চার হয়েছিলেন সমর্থকদের একাংশ। তবে এত দিন ক্লাব তাঁবু, যুবভারতী কিংবা সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ ছিল এই আন্দোলন। এ বার এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্তের বাড়ি ঘেরাও একদল বাগান সমর্থকদের। রিমুভ এটিকে দাবিতে পড়ল পোস্টার, দীর্ঘ সময় চলল স্লোগান দেওয়া। হাতে ব্যানার নিয়ে মোহনবাগান সচিবের দেশপ্রিয় পার্কের কাছে বাড়ির সামনে আন্দোলন সমর্থকদের।

| Edited By: | Updated on: Oct 09, 2022 | 10:32 PM
ইন্ডিয়ান সুপার লিগে নতুন মরসুম শুরু করছে এটিকে মোহনবাগান। সোমবার অর্থাৎ আগামিকাল ঘরের মাঠে প্রথম ম্যাচ চেন্নায়িন এফসির বিরুদ্ধে। (ছবি : নিজস্ব)

ইন্ডিয়ান সুপার লিগে নতুন মরসুম শুরু করছে এটিকে মোহনবাগান। সোমবার অর্থাৎ আগামিকাল ঘরের মাঠে প্রথম ম্যাচ চেন্নায়িন এফসির বিরুদ্ধে। (ছবি : নিজস্ব)

1 / 5
ফুটবলাররা নামার আগের দিন মাঠের বাইরে অস্বস্তি। রিমুভ এটিকে দাবিতে সোচ্চার একদল মোহনবাগান সমর্থক। (ছবি : নিজস্ব)

ফুটবলাররা নামার আগের দিন মাঠের বাইরে অস্বস্তি। রিমুভ এটিকে দাবিতে সোচ্চার একদল মোহনবাগান সমর্থক। (ছবি : নিজস্ব)

2 / 5
দীর্ঘদিন ধরেই এই দাবিতে সোচ্চার হয়েছিলেন সমর্থকদের একাংশ। তবে এত দিন ক্লাব তাঁবু, যুবভারতী কিংবা সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ ছিল এই আন্দোলন। (ছবি : নিজস্ব)

দীর্ঘদিন ধরেই এই দাবিতে সোচ্চার হয়েছিলেন সমর্থকদের একাংশ। তবে এত দিন ক্লাব তাঁবু, যুবভারতী কিংবা সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ ছিল এই আন্দোলন। (ছবি : নিজস্ব)

3 / 5
এ বার এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্তের বাড়ি ঘেরাও একদল বাগান সমর্থকের। রিমুভ এটিকে দাবিতে পড়ল পোস্টার, দীর্ঘ সময় চলল স্লোগান দেওয়া। (ছবি : নিজস্ব)

এ বার এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্তের বাড়ি ঘেরাও একদল বাগান সমর্থকের। রিমুভ এটিকে দাবিতে পড়ল পোস্টার, দীর্ঘ সময় চলল স্লোগান দেওয়া। (ছবি : নিজস্ব)

4 / 5
হাতে ব্যানার নিয়ে মোহনবাগান সচিবের দেশপ্রিয় পার্কের কাছে বাড়ির সামনে আন্দোলন চলে সমর্থকদের। (ছবি : নিজস্ব)

হাতে ব্যানার নিয়ে মোহনবাগান সচিবের দেশপ্রিয় পার্কের কাছে বাড়ির সামনে আন্দোলন চলে সমর্থকদের। (ছবি : নিজস্ব)

5 / 5
Follow Us: