Rohit Shetty: অক্ষয়ের থেকেও ১০গুন এগিয়ে থাকবেন অজয়, কোন প্রসঙ্গে চ্যালেঞ্জ ছুড়লেন রোহিত

Bollywood Movie: অজয় দেবগনের ছবি মানেই বক্স অফিসে হিট...। সদ্য মুক্তি পাওয়া ছবি দৃশ্যম ২ নাম লিখিয়েছে ২০০ কোটির ক্লাবে।

Rohit Shetty: অক্ষয়ের থেকেও ১০গুন এগিয়ে থাকবেন অজয়, কোন প্রসঙ্গে চ্যালেঞ্জ ছুড়লেন রোহিত
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 12:58 PM

রোহিত শেট্টি  (Rohit Shotty) পরিচালিত পুলিশ সিরিজের প্রথম ছবি এক কথায় সকলের মনে ঝড় তুলেছিল ২০১১ সালে। অজয় দেবগনের (Ajay Devgn)  সিংঘম লুক তাঁর কেরিয়ারে এক মাইলস্টোন হয়ে দাঁড়ায়। তারপর থেকে বলিউডে সিংঘম নামে পরিচিত তিনি। রোহিত শেট্টির এই পুলিশ সিরিজ সফল হয় সিংঘমের (Singham) হাত ধরেই। তবে সেখানেই থেমে থাকা নয়, বেশ কিছুটা বিরতি নিয়ে রণবীর সিংকে সিম্বা ছবিতে তুলে ধরেন এই পরিচালক। তবে সেই সিরিজেও অজয় দেবগনের উপস্থিতি বর্তমান। ছবির তৃতীয় পর্বে আসেন অক্ষয় কুমার। রিচালক পুলিশ সিরিজের কাজ করতে চলেছেন।

সূর্যবংশী ছবির শেষেও মিলেছিল তাই সিংঘম রিটার্ন্স ছবির খবর। তবে এবার আসূর্যবংশী কোভিড পরবর্তী সময় দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে বেশ কিছুটা সাহায্য করেছিল। যদিও প্রতিটি ছবি শেষে থাকা ইঙ্গিত স্পষ্ট করে দেয় পরবর্তীতে কাকে নিয়ে পর নতুন মুখ নয়, অজয় দেবগনকে নিয়ে পর্দায় ফিরছেন তিনি। তবে সিংঘম বা সিম্বা বা সূর্যবংশী-র থেকেও নকি ১০ গুন এগিয়ে থাকবেন রোহিত শেট্টির আগামী পুলিশ সিরিজ। সিংঘম রিটার্নসকে নিয়ে তাই কোমড় বেঁধে নেমে পড়েছেন পরিচালক। ছবি সিংঘম রিটার্নস। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন তিনি। বলিউড হিট পুলিশ সিরিজ অভিনেতা লিস্টে যাঁদের যাঁদের ইতিমধ্যে রেখেছেন রোহিত, প্রত্যেকেরই দেখা মিলবে এই ছবিতে। রণবীর সিং এর উপস্থিতি ইতিমধ্যেই নিশ্চিত করেছেন রোহিত শেট্টি।

তবে ছবিকে ঢেলে সাজাতে চান পরিচালক। ‌তাঁর কথায় এতদিন যে ধরনের গল্প যে ধরনের উপস্থাপনা দর্শক তাঁর থেকে পেয়েছেন এবার তাঁর থেকে বহুগুণ উন্নতমানের ছবি তৈরি করতে চলেছেন তিনি। ফলে সিংঘম রিটার্ন্স যে বক্স অফিসে এক বড় ঝড় তুলতে চলেছে, সে আশা বেশ খানিকটা জাগিয়ে দিলেন পরিচালক। অজয় দেবগনের ছবি মানেই তো বক্স অফিসে হিট। সদ্য মুক্তি পাওয়া ছবি দৃশ্যম ২ নাম লিখিয়েছে ২০০ কোটির ক্লাবে। তাই সিংঘম-ই এবার রোহিতের তুরুপের তাস।