একদা তাঁদের প্রেম ছিল, ছিল সুমধুর সম্পর্ক। কিন্তু আজ সবই স্মৃতির পাতায়। দেখে নিন বলিউডের এমন কিছু পুরনো প্রেম যা ভেঙে গিয়েছে কোনও এক অজানা কারণে। এক সময়ে সেই সব প্রেম হেডলাইন দখল করলেও তা আজ বিস্মৃতির পাতায়।
কলেজে পড়ার সময় ধর্মেন্দ্র ও হেমা কন্যা অহনার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর। যদিও তাঁদের প্রেম নিয়ে চর্চা আজ আর নেই বললেই চলে।
একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। এক সময়ে তাঁদের প্রেমের খবরে বলিপাড়া ছিল উত্তাল। যদিও কেউ স্বীকার করেননি। পরবর্তীতে দুজনেই অন্য জীবন সঙ্গী খুঁজে নিয়েছেন। তাই তাঁদের প্রেমের গুঞ্জনও হয়ে গিয়েছে ফিকে।
শোনা যায় যুবরাজ সিংয়ের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন দীপিকা। একসময় তা নিয়ে হেডলাইন হলেও আজ তা বিস্মৃতির পাতায়।
সলমন খানের বোন অর্পিতা খানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অর্জুন কাপুর। যদিও পরবর্তীতে সলমনের ভাই আরবাজের স্ত্রী মালাইকার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন। কোনও এক অজানা কারণে ব্রেক আপ হয় অর্জুন ও অর্পিতার।
কঙ্গনা রানাওয়াত আর অধ্যায়ন সুমন সম্পর্কে ছিলেন। যদিও পরবর্তীতে কঙ্গনার বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন অধ্যয়ন। তাঁদের ব্রেক আপ হয় খুব তিক্তভাবে।