রাস্তার একটা অংশের উপরে পড়ে যায় ভেঙে পড়া হাইটবারটি। মনে করা হচ্ছে, রাতে বড় লরি যাওয়ার সময় এই হাইটবারে আটকে গিয়ে তা ভেঙে যায়। স্থানীয়দের বক্তব্য, যত তাড়াতাড়ি সম্ভব এই পড়ে থাকা হাইটবারটি সরাতে হবে। না হলে বড়সড় বিপত্তি ঘটতে পারে। সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ পুলিশের লোকজন এসে ঘটনাস্থল দেখে গিয়েছে। অনেকের সঙ্গে কথাও বলেছে।