ভারতের প্রায় সব প্রদেশেই মাছের এক এক রকম পদ বিখ্যাত। প্রত্যেক খাবার রান্নার স্টাইলও আলাদা। রান্নার স্টাইল আলাদা হলেও স্বাদে গন্ধে একে অন্যের সঙ্গে এক।
ভারতের মধ্যে এই বাংলা আর কেরালার মানুষ সব থেকে বেশি মাছ খান। মাছের নানা রকম রান্না তাঁরা করেন। আবার মাছ রান্নার জন্য কেরলে আলাদা পাত্রও রয়েছে।
দক্ষিণ ভারতের মানুষ মাছের কারি খেতে বেশি পছন্দ করেন। নারকেল, কারিপাতা এসব দিয়েই অধিকাংশ মাছ বানানো হয়ে থাকে।
আমাদের এখানে যেমন চিতল মাছের মুইঠ্যা জনপ্রিয় তেমনই দক্ষিণ ভারতে জনপ্রিয় হল চিতল মাছের কারি। এই কারি খেতে খুবই ভাল হয়।
মাছ ভাল করে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন-হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। একটা পেঁয়াজ কুচি করে কেটে নিন। বাকি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিন বা পেস্ট বানিয়ে নিন। গোটা ধনে, জিরে ও মেথি হালকা রোস্ট করে গুঁড়ো করে নিন।
কড়াইয়ে তেল দিয়ে গরম করুন। তারপর কারিপাতা ও সরষে ফোড়ন দিন। ফাটতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। হালকা বাদামী হলে এতে পেয়াজ, টমেটো ও লঙ্কা বাটা দিন।
এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিন। মশলা কষাতে কষাতে এতে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। ভালো করে মশলা কষিয়ে নিন
তেল ছাড়তে শুরু করলে তেঁতুলের জল মিশিয়ে দিন। এরপর দেড় কাপ গরম জল মিশিয়ে দিন। সব ফুটে উঠলে মাছ দিয়ে আঁচ বাড়িয়ে ৫ মিনিট রাখুন। নামানোর আগে সামান্য গরম মশলা ছড়িয়ে দিন।