IPL 2024 Auction: চব্বিশের আইপিএল নিলামে কোন দল আর কতজন ক্রিকেটারকে নিতে পারবে জানেন?

IPL 2024 Retention: চব্বিশের আইপিএলের নিলামের আগে আপাতত রিটেনশন প্রক্রিয়া শেষ। আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির জন্য রবিবার ছিল রিটেনশন প্রক্রিয়া পূর্ণ করার শেষ দিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১০ দল মোট ১৭৩ জন ক্রিকেটারকে রিটেইন করে রেখেছে। এই রিটেইন ও রিলিজ় প্রক্রিয়া শেষ করার পর সবচেয়ে বেশি টাকা পার্সে রয়েছে আরসিবির। আর সবচেয়ে বেশি প্লেয়ার নেওয়ার স্লট রয়েছে কোন দলের? জেনে নিন বিস্তারিত...

| Edited By: | Updated on: Dec 18, 2023 | 7:05 PM
ডিসেম্বরে হতে চলা আইপিএল নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ১২টি ক্রিকেটার নেওয়ার স্লট ফাঁকা রয়েছে কেকেআরের। তার মধ্যে ৪ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে শাহরুখ খানের দল। ১৩ জন ক্রিকেটারকে রিটেইন করেছে কেকেআর। তাতে খরচ হয়েছে ৬৭.৩ কোটি টাকা। পার্সে রয়েছে ৩২.৭ কোটি টাকা।

ডিসেম্বরে হতে চলা আইপিএল নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ১২টি ক্রিকেটার নেওয়ার স্লট ফাঁকা রয়েছে কেকেআরের। তার মধ্যে ৪ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে শাহরুখ খানের দল। ১৩ জন ক্রিকেটারকে রিটেইন করেছে কেকেআর। তাতে খরচ হয়েছে ৬৭.৩ কোটি টাকা। পার্সে রয়েছে ৩২.৭ কোটি টাকা।

1 / 10
কেকেআরের পর আইপিএল ২০২৪ এর নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে দিল্লি ক্যাপিটালসের। ৯টি ক্রিকেটার নেওয়ার স্লট ফাঁকা রয়েছে দিল্লির। ঋষভ পন্থের দিল্লি ১৬ জন ক্রিকেটারকে রিটেইন করে রেখেছে। তাতে খরচ করেছে ৭১.০৫ কোটি টাকা। আর পার্সে রয়েছে ২৮.৯৫ কোটি টাকা। (ছবি-দিল্লি ক্যাপিটালস X)

কেকেআরের পর আইপিএল ২০২৪ এর নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে দিল্লি ক্যাপিটালসের। ৯টি ক্রিকেটার নেওয়ার স্লট ফাঁকা রয়েছে দিল্লির। ঋষভ পন্থের দিল্লি ১৬ জন ক্রিকেটারকে রিটেইন করে রেখেছে। তাতে খরচ করেছে ৭১.০৫ কোটি টাকা। আর পার্সে রয়েছে ২৮.৯৫ কোটি টাকা। (ছবি-দিল্লি ক্যাপিটালস X)

2 / 10
কেকেআর, দিল্লির পর পঞ্জাব কিংসের কাছে ২০২৪ আইপিএল নিলাম থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার স্লট খালি রয়েছে। পঞ্জাব ১৭ জন ক্রিকেটাররে ধরে রেখেছে। তার জন্য খরচ হয়েছে ৭০.৯ কোটি টাকা। হাতে রয়েছে ২৯.১ কোটি টাকা। আর ৮জন ক্রিকেটারকে স্কোয়াডে নিতে পারবে পঞ্জাব। তাঁর মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগও থাকবে। (ছবি-পঞ্জাব কিংস X)

কেকেআর, দিল্লির পর পঞ্জাব কিংসের কাছে ২০২৪ আইপিএল নিলাম থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার স্লট খালি রয়েছে। পঞ্জাব ১৭ জন ক্রিকেটাররে ধরে রেখেছে। তার জন্য খরচ হয়েছে ৭০.৯ কোটি টাকা। হাতে রয়েছে ২৯.১ কোটি টাকা। আর ৮জন ক্রিকেটারকে স্কোয়াডে নিতে পারবে পঞ্জাব। তাঁর মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগও থাকবে। (ছবি-পঞ্জাব কিংস X)

3 / 10
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ১৭ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তার জন্য খরচ হয়েছে ৮৪.৭৫ কোটি টাকা। পার্সে রয়েছে আর ১৫.২৫ কোটি টাকা। মুম্বই এখনও ৮জন ক্রিকেটারকে নিলাম থেকে দলে নিতে পারে। তার মধ্যে ৩জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে মুম্বইয়ের।

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ১৭ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তার জন্য খরচ হয়েছে ৮৪.৭৫ কোটি টাকা। পার্সে রয়েছে আর ১৫.২৫ কোটি টাকা। মুম্বই এখনও ৮জন ক্রিকেটারকে নিলাম থেকে দলে নিতে পারে। তার মধ্যে ৩জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে মুম্বইয়ের।

4 / 10
পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মতো রাজস্থান রয়্যালসের কাছেও ৮জন ক্রিকেটারকে নিলাম থেকে নেওয়ার সুযোগ থাকছে। রাজস্থান ১৭জন ক্রিকেটারকে রিটেইন করেছে। যার জন্য পিঙ্ক আর্মির খরচ হয়েছে ৮৫.৫ কোটি টাকা। পার্সে রয়েছে ১৪.৫ কোটি টাকা। (ছবি- রাজস্থান রয়্যালস X)

পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মতো রাজস্থান রয়্যালসের কাছেও ৮জন ক্রিকেটারকে নিলাম থেকে নেওয়ার সুযোগ থাকছে। রাজস্থান ১৭জন ক্রিকেটারকে রিটেইন করেছে। যার জন্য পিঙ্ক আর্মির খরচ হয়েছে ৮৫.৫ কোটি টাকা। পার্সে রয়েছে ১৪.৫ কোটি টাকা। (ছবি- রাজস্থান রয়্যালস X)

5 / 10
২০২৪ সালের আইপিএল নিলামে সবথেকে বেশি টাকা পার্সে রয়েছে আরসিবির। এই ফ্র্যাঞ্চাইজি ১৮জন ক্রিকেটারকে রিটেইন করে রেখেছে। তার জন্য খরচ হয়েছে ৫৯.২৫ কোটি টাকা। আরসিবির পার্সে রয়েছে এখনও ৪০.৭৫ কোটি টাকা। আর বিরাটের টিম নিলামে ৬জন ক্রিকেটারকে নিতে পারবে।

২০২৪ সালের আইপিএল নিলামে সবথেকে বেশি টাকা পার্সে রয়েছে আরসিবির। এই ফ্র্যাঞ্চাইজি ১৮জন ক্রিকেটারকে রিটেইন করে রেখেছে। তার জন্য খরচ হয়েছে ৫৯.২৫ কোটি টাকা। আরসিবির পার্সে রয়েছে এখনও ৪০.৭৫ কোটি টাকা। আর বিরাটের টিম নিলামে ৬জন ক্রিকেটারকে নিতে পারবে।

6 / 10
গুজরাট টাইটান্স নিলাম থেকে ৮ জন ক্রিকেটারকে নিতে পারবে। তার মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়ারও সুযোগ থাকবে। ১৮ জন ক্রিকেটারকে রিটেইন করে রেখেছে গুজরাট। তাতে খরচ হয়েছে ৭৬.৮৫ কোটি টাকা। গুজরাটের পার্সে রয়েছে ২৩.১৫ কোটি টাকা।

গুজরাট টাইটান্স নিলাম থেকে ৮ জন ক্রিকেটারকে নিতে পারবে। তার মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়ারও সুযোগ থাকবে। ১৮ জন ক্রিকেটারকে রিটেইন করে রেখেছে গুজরাট। তাতে খরচ হয়েছে ৭৬.৮৫ কোটি টাকা। গুজরাটের পার্সে রয়েছে ২৩.১৫ কোটি টাকা।

7 / 10
সানরাইজার্স হায়দরাবাদ ১৯জন ক্রিকেটারকে রিটেইন করেছে। নিলাম থেকে আর ৬জন ক্রিকেটারকে নিতে পারবে। তার মধ্যে ৩জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে হায়দরাবাদের। অরেঞ্জ আর্মি ক্রিকেটার ধরে রাখতে খরচ করেছে ৬৬ কোটি টাকা। হাতে রয়েছে ৩৪ কোটি টাকা। (ছবি-সানরাইজার্স হায়দরাবাদ X)

সানরাইজার্স হায়দরাবাদ ১৯জন ক্রিকেটারকে রিটেইন করেছে। নিলাম থেকে আর ৬জন ক্রিকেটারকে নিতে পারবে। তার মধ্যে ৩জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে হায়দরাবাদের। অরেঞ্জ আর্মি ক্রিকেটার ধরে রাখতে খরচ করেছে ৬৬ কোটি টাকা। হাতে রয়েছে ৩৪ কোটি টাকা। (ছবি-সানরাইজার্স হায়দরাবাদ X)

8 / 10
চেন্নাই সুপার কিংস ১৯ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাতে খরচ হয়েছে ৬৮.৬ কোটি টাকা। পার্সে রয়েছে ৩১.৪ কোটি টাকা। আর ৬ জন ক্রিকেটারকে নিলাম থেকে নিতে পারবে সিএসকে। তার মধ্যে ৩জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে সিএসকে।

চেন্নাই সুপার কিংস ১৯ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাতে খরচ হয়েছে ৬৮.৬ কোটি টাকা। পার্সে রয়েছে ৩১.৪ কোটি টাকা। আর ৬ জন ক্রিকেটারকে নিলাম থেকে নিতে পারবে সিএসকে। তার মধ্যে ৩জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে সিএসকে।

9 / 10
লখনউ সুপার জায়ান্টস ১৯ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তার জন্য লখনউয়ের খরচ হয়েছে ৮৬.৮৫ কোটি টাকা। লখনউয়ের পার্সে রয়েছে ১৩.১৫ কোটি টাকা। আর ৬জন ক্রিকেটারকে নিলাম থেকে দলে নিতে পারে লখনউ। তার মধ্যে ২জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে লোকেশ রাহুলের দলের।

লখনউ সুপার জায়ান্টস ১৯ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তার জন্য লখনউয়ের খরচ হয়েছে ৮৬.৮৫ কোটি টাকা। লখনউয়ের পার্সে রয়েছে ১৩.১৫ কোটি টাকা। আর ৬জন ক্রিকেটারকে নিলাম থেকে দলে নিতে পারে লখনউ। তার মধ্যে ২জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে লোকেশ রাহুলের দলের।

10 / 10
Follow Us: