Lionel Messi: মায়ামিতে মায়াবী রাত, নৈশভোজে সস্ত্রীক বেকহ্যাম-মেসি-বুস্কেতসরা
চলতি জুলাইতে মায়ামিতে ডেবিউ হয়েছে লিওনেল মেসির (Lionel Messi)। আড়াই বছরের চুক্তিতে ডেভিড বেকহ্যামের (David Beckham) ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দিয়েছেন লিও মেসি। এ বার মায়ামিতে বেকহ্যাম-মেসি-বুস্কেতস ত্রয়ীকে দেখা গেল নৈশভোজে।
Most Read Stories