KKR, IPL 2024: রং বরসে রে… হোলির দিন ‘গম্ভীর’ নন গৌতম, রং মেখে ভূত রিঙ্কুরা

Happy Holi 2024: দেশজুড়ে হোলির আমেজে মেতেছেন সকলে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্রিকেটাররাও হোলি খেলাতে মেতে উঠলেন এ বার। টিম হোটেলে জমিয়ে হোলি খেললেন কেকেআরের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। কয়েকদিন পর আইপিএলে কেকেআরের (KKR) দ্বিতীয় ম্যাচ রয়েছে।

| Updated on: Mar 25, 2024 | 2:04 PM
দোলর দিন কার বা মন বাড়িতে পড়ে থাকে? সকাল সকাল কচিকাঁচারা বেরিয়ে পড়ে মা-বাবার হাত ধরে। বাড়ির কাছেপিঠে ক্লাবে পৌঁছে যায় খুদেরা। বড়রাও মেতে ওঠে আবির খেলায়। কেকেআরের ক্রিকেটাররাও দোলের দিন চুপচাপ বসে থাকেননি। (Pic Courtesy - KKR Knight Club)

দোলর দিন কার বা মন বাড়িতে পড়ে থাকে? সকাল সকাল কচিকাঁচারা বেরিয়ে পড়ে মা-বাবার হাত ধরে। বাড়ির কাছেপিঠে ক্লাবে পৌঁছে যায় খুদেরা। বড়রাও মেতে ওঠে আবির খেলায়। কেকেআরের ক্রিকেটাররাও দোলের দিন চুপচাপ বসে থাকেননি। (Pic Courtesy - KKR Knight Club)

1 / 8
সপ্তাহের প্রথম দিন পড়েছে দোল। ব্যস্ত শহর কলকাতায় রাস্তা ঘাট প্রায় শুনশান। সকলেই হোলি খেলতে ব্যস্ত। কেকেআরের টিম হোটেলেও জমিয়ে হোলি খেলছেন সকলে। (Pic Courtesy - KKR Knight Club)

সপ্তাহের প্রথম দিন পড়েছে দোল। ব্যস্ত শহর কলকাতায় রাস্তা ঘাট প্রায় শুনশান। সকলেই হোলি খেলতে ব্যস্ত। কেকেআরের টিম হোটেলেও জমিয়ে হোলি খেলছেন সকলে। (Pic Courtesy - KKR Knight Club)

2 / 8
হোলির দিন আবির, পিচকারি কিছুই ব্যবহার করা বাদ দেননি নাইট তারকারা। রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশীরা জমিয়ে হোলি খেলেছেন টিমের কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে। (Pic Courtesy - KKR Knight Club)

হোলির দিন আবির, পিচকারি কিছুই ব্যবহার করা বাদ দেননি নাইট তারকারা। রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশীরা জমিয়ে হোলি খেলেছেন টিমের কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে। (Pic Courtesy - KKR Knight Club)

3 / 8
রং বরসে মোডে নাইট ক্রিকেটার থেকে শুরু করে টিমের মেন্টর গৌতম গম্ভীররা। জয় দিয়ে আইপিএল শুরু করতে পারায় নাইট শিবিরে এমনিতেই খুশির হাওয়া বইছে। (Pic Courtesy - KKR Knight Club)

রং বরসে মোডে নাইট ক্রিকেটার থেকে শুরু করে টিমের মেন্টর গৌতম গম্ভীররা। জয় দিয়ে আইপিএল শুরু করতে পারায় নাইট শিবিরে এমনিতেই খুশির হাওয়া বইছে। (Pic Courtesy - KKR Knight Club)

4 / 8
কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও দেখা গিয়েছে মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে দোল খেলতে। তবে তাঁরা দু'জন ভূত হয়ে যাননি। (Pic Courtesy - KKR Knight Club)

কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও দেখা গিয়েছে মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে দোল খেলতে। তবে তাঁরা দু'জন ভূত হয়ে যাননি। (Pic Courtesy - KKR Knight Club)

5 / 8
আজ সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা অবধি ইডেনে অনুশীলন করবেন কেকেআরের ক্রিকেটাররা। তার আগে একটু জমিয়ে মজা করে নিলেন নাইট তারকারা। (Pic Courtesy - KKR Knight Club)

আজ সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা অবধি ইডেনে অনুশীলন করবেন কেকেআরের ক্রিকেটাররা। তার আগে একটু জমিয়ে মজা করে নিলেন নাইট তারকারা। (Pic Courtesy - KKR Knight Club)

6 / 8
কেকেআর এ বারের আইপিএল শুরু করেছে ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে রুদ্ধশ্বাস ম্যাচে হারান আন্দ্রে রাসেল-হর্ষিত রানারা। (Pic Courtesy - KKR X)

কেকেআর এ বারের আইপিএল শুরু করেছে ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে রুদ্ধশ্বাস ম্যাচে হারান আন্দ্রে রাসেল-হর্ষিত রানারা। (Pic Courtesy - KKR X)

7 / 8
আইপিএলে শ্রেয়স আইয়ারের কেকেআরের পরবর্তী ম্যাচ ২৯ মার্চ। সেই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। প্রতিপক্ষ ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। (Pic Courtesy - KKR X)

আইপিএলে শ্রেয়স আইয়ারের কেকেআরের পরবর্তী ম্যাচ ২৯ মার্চ। সেই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। প্রতিপক্ষ ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। (Pic Courtesy - KKR X)

8 / 8
Follow Us: