Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: চুল কাটতে কত টাকা খরচ করেন বিরাট কোহলি? জানলে চোখ কপালে উঠবে আপনার!

Virat Kohli's Hair Stylist: বাইশগজের মতো স্টাইলেও তিনি বরাবর ছক্কা হাঁকাতে পছন্দ করেন। বিরাটের স্টাইল বর্তমান প্রজন্মের বড় প্রিয়। বিরাটের হেয়ার স্টাইল নকলও করেন অনেক ফ্যানেরা। তবে জানেন কি বিরাটের চুল কে কাটেন? কত খরচ হয় তার জন্য?

| Edited By: | Updated on: Dec 16, 2023 | 12:01 PM
ক্রিকেট তাঁকে আগেই রাজার আসনে বসিয়েছে্। বিশ্বজোড়া খ্যাতি তাঁর। তিনি আর কেউ নন, বিরাট কোহলি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

ক্রিকেট তাঁকে আগেই রাজার আসনে বসিয়েছে্। বিশ্বজোড়া খ্যাতি তাঁর। তিনি আর কেউ নন, বিরাট কোহলি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

1 / 8
যাঁর ব্যাটের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। ক্রিকেটের পাশাপাশি  বিরাটের ফিটনেস ও স্টাইল নিয়েও বিস্তর আলোচনা হয়। (ছবি: সোশ্যাল মিডিয়া)

যাঁর ব্যাটের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। ক্রিকেটের পাশাপাশি বিরাটের ফিটনেস ও স্টাইল নিয়েও বিস্তর আলোচনা হয়। (ছবি: সোশ্যাল মিডিয়া)

2 / 8
বাইশগজের মতো স্টাইলেও তিনি বরাবর ছক্কা হাঁকাতে পছন্দ করেন। বিরাটের স্টাইল বর্তমান প্রজন্মের বড় প্রিয়। (ছবি: সোশ্যাল মিডিয়া)

বাইশগজের মতো স্টাইলেও তিনি বরাবর ছক্কা হাঁকাতে পছন্দ করেন। বিরাটের স্টাইল বর্তমান প্রজন্মের বড় প্রিয়। (ছবি: সোশ্যাল মিডিয়া)

3 / 8
বিরাটের হেয়ার স্টাইল নকলও করেন অনেক ফ্যানেরা। তবে জানেন কি বিরাটের চুল কে কাটেন? কত খরচ হয় তার জন্য? (ছবি: সোশ্যাল মিডিয়া)

বিরাটের হেয়ার স্টাইল নকলও করেন অনেক ফ্যানেরা। তবে জানেন কি বিরাটের চুল কে কাটেন? কত খরচ হয় তার জন্য? (ছবি: সোশ্যাল মিডিয়া)

4 / 8
চেজমাস্টার কোহলির হেয়ার স্টাইলিস্ট হলেন জর্ডান টাবাকম্যান। মেলবোর্নে থাকেন তিনি। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর সেলুন। (ছবি: সোশ্যাল মিডিয়া)

চেজমাস্টার কোহলির হেয়ার স্টাইলিস্ট হলেন জর্ডান টাবাকম্যান। মেলবোর্নে থাকেন তিনি। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর সেলুন। (ছবি: সোশ্যাল মিডিয়া)

5 / 8
তাঁর কাছেই চুল কাটতে পছন্দ করেন বিরাট। তবে শুধু বিরাটই নন, জর্ডানের কাছে চুল কাটেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। (ছবি: সোশ্যাল মিডিয়া)

তাঁর কাছেই চুল কাটতে পছন্দ করেন বিরাট। তবে শুধু বিরাটই নন, জর্ডানের কাছে চুল কাটেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। (ছবি: সোশ্যাল মিডিয়া)

6 / 8
এ ছাড়া অনেকসময় জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট রশিদ সালমানির কাছেও চুলের পরিচর্যা করান বিরাট। রশিদের পারিশ্রমিক শুরুই হয় ৩৫ হাজার টাকা থেকে। বিরাটের চুলে কাঁচি চালিয়ে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা নেন এই জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট।(ছবি: সোশ্যাল মিডিয়া)

এ ছাড়া অনেকসময় জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট রশিদ সালমানির কাছেও চুলের পরিচর্যা করান বিরাট। রশিদের পারিশ্রমিক শুরুই হয় ৩৫ হাজার টাকা থেকে। বিরাটের চুলে কাঁচি চালিয়ে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা নেন এই জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট।(ছবি: সোশ্যাল মিডিয়া)

7 / 8
নয়াদিল্লিতে 'স্টুডিও ১৭'নামে তাঁর নিজস্ব সেলুন রয়েছে। রশিদের কাছে চুল কাটেন ভারতের তারকা ওপেনার শুভমন গিলও। সূর্যকুমার যাদবকেও দেখা গিয়েছে রশিদের সেলুনে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

নয়াদিল্লিতে 'স্টুডিও ১৭'নামে তাঁর নিজস্ব সেলুন রয়েছে। রশিদের কাছে চুল কাটেন ভারতের তারকা ওপেনার শুভমন গিলও। সূর্যকুমার যাদবকেও দেখা গিয়েছে রশিদের সেলুনে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

8 / 8
Follow Us: