Vinod Kambli: কত টাকা পেনশন পান বিনোদ কাম্বলি? সচিনের তুলনায়…
Vinod Kambli's Pension: সচিন তেন্ডুলকর ও বিনোদ কাম্বলি। শুধুমাত্র সতীর্থই নন, বন্ধুও। সেই স্কুল স্তর থেকে একসঙ্গে পড়াশোনা, খেলা। নানা রেকর্ড গড়েছেন। সিনিয়র স্তরেও একসঙ্গে খেলেছেন। কিন্তু দু-জনের পথ আলাদা হয়ে গিয়েছিল। সচিন তেন্ডুলকর হয়ে উঠেছেন বিশ্বের সেরা ব্যাটার, মাস্টারব্লাস্টার। ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছেন বিনোদ কাম্বলি। এখন দিন গুজরানই কঠিন। কত টাকা পেনশন পান বিনোদ কাম্বলি?
Most Read Stories