Ishaan Khatter: জানলা খুললেই আরব সাগর, ২৬ বছরের ঈশানের এই নতুন বাড়ির অন্দরমহল তাক লাগাবেই!

Ishaan Khatter: ঈশান খট্টর। বয়স মাত্র ২৬। হাতে ছবির সংখ্যা খুব বেশি নয়। তবে তাঁর 'ধড়ক' নিয়ে আজও চর্চা জারি। সেই ঈশানই এবার কিনে ফেলেছেন আনকোরা এক নতুন বাড়ি। সাজসজ্জা থেকে শুরু করে আসবাব-- এ বাড়ির অন্দর আপনাকে তাগ লাগাতে বাধ্য করবে।

| Edited By: | Updated on: Aug 29, 2022 | 8:38 AM
ঈশান খট্টর। বয়স মাত্র ২৬। হাতে ছবির সংখ্যা খুব বেশি নয়। তবে তাঁর 'ধড়ক' নিয়ে আজও চর্চা জারি। সেই ঈশানই এবার কিনে ফেলেছেন আনকোরা এক নতুন বাড়ি। সাজসজ্জা থেকে শুরু করে আসবাব-- এ বাড়ির অন্দর আপনাকে তাগ লাগাতে বাধ্য করবে।

ঈশান খট্টর। বয়স মাত্র ২৬। হাতে ছবির সংখ্যা খুব বেশি নয়। তবে তাঁর 'ধড়ক' নিয়ে আজও চর্চা জারি। সেই ঈশানই এবার কিনে ফেলেছেন আনকোরা এক নতুন বাড়ি। সাজসজ্জা থেকে শুরু করে আসবাব-- এ বাড়ির অন্দর আপনাকে তাগ লাগাতে বাধ্য করবে।

1 / 5
জানলা খুললেই আরব সাগর। সমুদ্রের দিকে মুখ করা এমন বাড়ির শখ নিশ্চয়ই আপনার বহু দিনের? জোয়ারের টানে সমুদ্র কখনও যেন এক্কেবারে হাতের নাগালে। বাড়ি সাজাতে চেয়েছিলে ফিউশন আঙ্গিকে।

জানলা খুললেই আরব সাগর। সমুদ্রের দিকে মুখ করা এমন বাড়ির শখ নিশ্চয়ই আপনার বহু দিনের? জোয়ারের টানে সমুদ্র কখনও যেন এক্কেবারে হাতের নাগালে। বাড়ি সাজাতে চেয়েছিলে ফিউশন আঙ্গিকে।

2 / 5
হয়েছেও তাই। ওল্ড স্কুলের সঙ্গে আধুনিকতার ছোঁয়াতেই ঈশান সাজিয়েছেন গোটা বাড়ি। বাড়ির মেঝে কাঠের। তাতে রয়েছে ওভার-সাইজড জানালা।

হয়েছেও তাই। ওল্ড স্কুলের সঙ্গে আধুনিকতার ছোঁয়াতেই ঈশান সাজিয়েছেন গোটা বাড়ি। বাড়ির মেঝে কাঠের। তাতে রয়েছে ওভার-সাইজড জানালা।

3 / 5
মাত্র কয়েকটা ছবির অধিকারী হলেও ঈশানের হাতে ইতিমধ্যেই এসেছে বেশ কিছু পুরস্কার। সে সব সাজিয়ে রাখতেও ভোলেননি তিনি। বাড়ি ভর্তি অনেক গাছ। রয়েছে ফ্লোরা ও ফনার ওয়ালপেপার। একটা বড় টিভিও কিনেছেন ঈশান। বেডরুমও সাজিয়েছেন বেশ অন্যরকম ভাবে।

মাত্র কয়েকটা ছবির অধিকারী হলেও ঈশানের হাতে ইতিমধ্যেই এসেছে বেশ কিছু পুরস্কার। সে সব সাজিয়ে রাখতেও ভোলেননি তিনি। বাড়ি ভর্তি অনেক গাছ। রয়েছে ফ্লোরা ও ফনার ওয়ালপেপার। একটা বড় টিভিও কিনেছেন ঈশান। বেডরুমও সাজিয়েছেন বেশ অন্যরকম ভাবে।

4 / 5
ঈশান আদপে স্টার কিড। শাহিদ কাপুরের মা নীলিমার দ্বিতীয় পক্ষের সন্তান তিনি। এর আগে অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কে থাকার গুঞ্জন উঠে এসেছিল তাঁর ক্ষেত্রে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে।

ঈশান আদপে স্টার কিড। শাহিদ কাপুরের মা নীলিমার দ্বিতীয় পক্ষের সন্তান তিনি। এর আগে অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কে থাকার গুঞ্জন উঠে এসেছিল তাঁর ক্ষেত্রে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে।

5 / 5
Follow Us: