Ishaan Khatter: জানলা খুললেই আরব সাগর, ২৬ বছরের ঈশানের এই নতুন বাড়ির অন্দরমহল তাক লাগাবেই!
Ishaan Khatter: ঈশান খট্টর। বয়স মাত্র ২৬। হাতে ছবির সংখ্যা খুব বেশি নয়। তবে তাঁর 'ধড়ক' নিয়ে আজও চর্চা জারি। সেই ঈশানই এবার কিনে ফেলেছেন আনকোরা এক নতুন বাড়ি। সাজসজ্জা থেকে শুরু করে আসবাব-- এ বাড়ির অন্দর আপনাকে তাগ লাগাতে বাধ্য করবে।
Most Read Stories