Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suhana Khan Fashion: সুহানার সাম্প্রতিক ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এক নজরে সেগুলো দেখে নিন…

২১ বছরের সুহানার সব ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটমাধ্যমে। মন্নত-এর রাজকুমারীর বোল্ড লুকে ফিদা লক্ষ পুরুষ হৃদয়। সুহানার সাম্প্রতিক ছবিগুলো দেখে নিন...

| Edited By: | Updated on: Jan 08, 2022 | 10:29 AM
লেপার্ড প্রিন্ট ড্রেসে সাদা ধপধপে সোফায় গা এলিয়ে শুয়ে রয়েছেন সুহানা খান।

লেপার্ড প্রিন্ট ড্রেসে সাদা ধপধপে সোফায় গা এলিয়ে শুয়ে রয়েছেন সুহানা খান।

1 / 6
এলোমেলো চুল, গলায় জ্বলজ্বল করছে হিরের লকেট, অ্যানিম্যাল প্রিন্ট পোশাকের ডিপ নেকলাইনের ফাঁকে উন্মুক্ত সুহানার ক্লিভেজ।

এলোমেলো চুল, গলায় জ্বলজ্বল করছে হিরের লকেট, অ্যানিম্যাল প্রিন্ট পোশাকের ডিপ নেকলাইনের ফাঁকে উন্মুক্ত সুহানার ক্লিভেজ।

2 / 6
ভেম্বরেই সুহানা ইঙ্গিত দিয়েছিলেন নিউ ইয়র্ক ছাড়ছেন তিনি। যা দেখে মনে হচ্ছিল সুহানার কোর্স ইতিমধ্যেই শেষের পথে।

ভেম্বরেই সুহানা ইঙ্গিত দিয়েছিলেন নিউ ইয়র্ক ছাড়ছেন তিনি। যা দেখে মনে হচ্ছিল সুহানার কোর্স ইতিমধ্যেই শেষের পথে।

3 / 6
 শাহরুখ-গৌরী কন্যা বলিউডে পা রাখবার আগে থেকেই সোশ্যাল মিডিয়া সেনসেশন।

শাহরুখ-গৌরী কন্যা বলিউডে পা রাখবার আগে থেকেই সোশ্যাল মিডিয়া সেনসেশন।

4 / 6
মাস কয়েক ধরেই বলিউডে জোর গুঞ্জন জোয়া আখতারের আসন্ন নেটফ্লিক্স প্রোজেক্টের অংশ হবেন সুহানা।

মাস কয়েক ধরেই বলিউডে জোর গুঞ্জন জোয়া আখতারের আসন্ন নেটফ্লিক্স প্রোজেক্টের অংশ হবেন সুহানা।

5 / 6
অভিনয়কেই কেরিয়ার হিসাবে বেছে নেবেন সুহানা, সেকথা স্পষ্ট। ইতিমধ্যেই সে তাঁর স্কুলের নানা স্টেজ শো, ‘The Grey Part of Blue’ নামক একটি শর্ট ফিল্মে কাজ করেছেন বাদশার একমাত্র কন্যা।

অভিনয়কেই কেরিয়ার হিসাবে বেছে নেবেন সুহানা, সেকথা স্পষ্ট। ইতিমধ্যেই সে তাঁর স্কুলের নানা স্টেজ শো, ‘The Grey Part of Blue’ নামক একটি শর্ট ফিল্মে কাজ করেছেন বাদশার একমাত্র কন্যা।

6 / 6
Follow Us: