Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Throwback Thursday: অভিষেকের জন্মের দিন বাঘের সঙ্গে মারামারি করেন অমিতাভ, সকলে বলেছিলেন পুত্রের নাম দিতে টাইগার!

Khoon Pasina: একদিকে অভিষেকের জন্ম। অন্যদিকে বাবা অমিতাভ রেখার সঙ্গে শুটিং সেটে। সেদিনই এক বাঘের সঙ্গে মারামারির দৃশ্য শুট করেছিলেন বিগ বি।

| Edited By: | Updated on: Sep 08, 2022 | 12:14 PM
এই খেয়েই থাকতেন তিনি। কারণ খুব কম টাকায় ভাল খাবার, পেটও ভরে যেত বলেই জানান বিগ বি। বর্তমানে রমরমিয়ে চলছে উঁচাই ছবি। ইতিমধ্যে যা আয় করেছে ১৬ কোটি টাকা।

এই খেয়েই থাকতেন তিনি। কারণ খুব কম টাকায় ভাল খাবার, পেটও ভরে যেত বলেই জানান বিগ বি। বর্তমানে রমরমিয়ে চলছে উঁচাই ছবি। ইতিমধ্যে যা আয় করেছে ১৬ কোটি টাকা।

1 / 6
তার আগে রেখা ও অমিতাভ কাজ করেছিলেন 'দো অঞ্জানে', 'আলাপ', 'ইমান ধরম'-এর মতো ছবিতে। তাঁদের জুটি নিয়ে তখনও পর্যন্ত কোনও উন্মাদনা ছিল না দর্শকের মধ্যে। এর পরই মুক্তি পায় 'খুন পসিনা'।

তার আগে রেখা ও অমিতাভ কাজ করেছিলেন 'দো অঞ্জানে', 'আলাপ', 'ইমান ধরম'-এর মতো ছবিতে। তাঁদের জুটি নিয়ে তখনও পর্যন্ত কোনও উন্মাদনা ছিল না দর্শকের মধ্যে। এর পরই মুক্তি পায় 'খুন পসিনা'।

2 / 6
ছবিতে আশ্চর্যের বিষয় এটাই ছিল যে, তাতে বিনোদ খান্নার বিপরীতে কোনও অভিনেত্রীকে কাস্ট করা হয়নি। ৭০ দশকের ছবির ক্ষেত্রে বিষয়টি বেশ ব্যতিক্রমী ছিল।

ছবিতে আশ্চর্যের বিষয় এটাই ছিল যে, তাতে বিনোদ খান্নার বিপরীতে কোনও অভিনেত্রীকে কাস্ট করা হয়নি। ৭০ দশকের ছবির ক্ষেত্রে বিষয়টি বেশ ব্যতিক্রমী ছিল।

3 / 6
ছবির শুটিং করতে-করতে মস্করা করেছিলেন অমিতাভ। তিনি বলেছিলেন, কেবল পরিচালক রাকেশ কুমারই তাঁর চেয়ে লম্বা, আর কেউ নন।

ছবির শুটিং করতে-করতে মস্করা করেছিলেন অমিতাভ। তিনি বলেছিলেন, কেবল পরিচালক রাকেশ কুমারই তাঁর চেয়ে লম্বা, আর কেউ নন।

4 / 6
ছবিতে যে বাঘের সঙ্গে অমিতাভ লড়াই করেছিলেন, সেটি ছিল এক বাঘিনী। তার নাম ছিল ভারতী। 'মিস্টার নটবরলাল' ছবিতেও তাঁর সঙ্গে ভারতীকে দেখা যায়।

ছবিতে যে বাঘের সঙ্গে অমিতাভ লড়াই করেছিলেন, সেটি ছিল এক বাঘিনী। তার নাম ছিল ভারতী। 'মিস্টার নটবরলাল' ছবিতেও তাঁর সঙ্গে ভারতীকে দেখা যায়।

5 / 6
যেদিন বাঘিনী ভারতীর সঙ্গে অমিতাভের মারামারির দৃশ্যের শুটিং ছিল, সেদিনই পুত্র অভিষেক বচ্চনের জন্ম হয়। ছবির কলাকুশলীরা সকলে অমিতাভকে পরামর্শ দিয়েছিলেন সদ্যজাতর নাম যেন রাখা হয় 'টাইগার'। কিন্তু অমিতাভ তাঁদের কথা শোনেননি।

যেদিন বাঘিনী ভারতীর সঙ্গে অমিতাভের মারামারির দৃশ্যের শুটিং ছিল, সেদিনই পুত্র অভিষেক বচ্চনের জন্ম হয়। ছবির কলাকুশলীরা সকলে অমিতাভকে পরামর্শ দিয়েছিলেন সদ্যজাতর নাম যেন রাখা হয় 'টাইগার'। কিন্তু অমিতাভ তাঁদের কথা শোনেননি।

6 / 6
Follow Us: