Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shehnaaz Gill: ‘প্রকাশ্যে শিশুসুলভ আচরণ’, চরম ট্রোলের শিকার শেহনাজের রূপ বদল

Trolling: কথা বলার ধরণ থেকে শুরু করে সকলের সঙ্গে তাঁর ব্যবহার, এককথায় কড়া ভাষায় সমালোচিত হতে দেখা যাচ্ছে সর্বত্র।

| Edited By: | Updated on: Sep 08, 2022 | 1:26 PM
শেহনাজ গিল, প্রথম থেকেই তাঁর শিশুসুলভ আচরণে নজর কেড়েছিলেন নেটদুনিয়ার পাতায়। বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই তাঁর সঙ্গে পরিচয় ঘটে দর্শকদের। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে নাম জড়ানোর পরই খবরের শিরোনামে নিত্য জায়গা করে নিতেন তিনি।

শেহনাজ গিল, প্রথম থেকেই তাঁর শিশুসুলভ আচরণে নজর কেড়েছিলেন নেটদুনিয়ার পাতায়। বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই তাঁর সঙ্গে পরিচয় ঘটে দর্শকদের। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে নাম জড়ানোর পরই খবরের শিরোনামে নিত্য জায়গা করে নিতেন তিনি।

1 / 6
তবে তাঁর এই আচরণের জন্যই কেউ কেউ তাঁকে ভাল বাসতেন। কেউ আবার তাঁকে নিয়ে খুব একটা মন্তব্য করতে প্রস্তুত ছিলেন না। উল্টে কটাক্ষের শিকার হতে হত তাঁকে। তিন মাস আগেও তাঁকে এই নিয়ে কথা শুনতে হয়।

তবে তাঁর এই আচরণের জন্যই কেউ কেউ তাঁকে ভাল বাসতেন। কেউ আবার তাঁকে নিয়ে খুব একটা মন্তব্য করতে প্রস্তুত ছিলেন না। উল্টে কটাক্ষের শিকার হতে হত তাঁকে। তিন মাস আগেও তাঁকে এই নিয়ে কথা শুনতে হয়।

2 / 6
ব্রহ্মকুমারী আশ্রমে গিয়ে তাঁকে নারকেল ফাটাতে দেওয়া হয়। এটি শুভ সগুন বলেই প্রচলিত রীতি। তবে এক কোপে নারকেল ফাটাতে পারেন না শেহনাজ। তবে সেই নিয়ে কোনও মন্তব্য না করে হেসে বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। শেহনাজের সেই হাসিই হয়েগিয়েছিল বিতর্কের কারণ।

ব্রহ্মকুমারী আশ্রমে গিয়ে তাঁকে নারকেল ফাটাতে দেওয়া হয়। এটি শুভ সগুন বলেই প্রচলিত রীতি। তবে এক কোপে নারকেল ফাটাতে পারেন না শেহনাজ। তবে সেই নিয়ে কোনও মন্তব্য না করে হেসে বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। শেহনাজের সেই হাসিই হয়েগিয়েছিল বিতর্কের কারণ।

3 / 6
সকলের বলেছিলেন এটি ফেক। তবে এখন ছবিটি পাল্টে গিয়েছে। দুটি বড় বড় ছবি ইতিমধ্যেই শেহনাজের পকেটে। সলমন খান তাঁকে দিয়েছে বিগ ব্রেক। তাঁর গডফাদার বললে খুব ভুল হবে না। তবে ইদানিং শেহনাজের আচরণে বেশ কিছুটা তফাৎ লক্ষ্য করেছে নেটপাড়া।

সকলের বলেছিলেন এটি ফেক। তবে এখন ছবিটি পাল্টে গিয়েছে। দুটি বড় বড় ছবি ইতিমধ্যেই শেহনাজের পকেটে। সলমন খান তাঁকে দিয়েছে বিগ ব্রেক। তাঁর গডফাদার বললে খুব ভুল হবে না। তবে ইদানিং শেহনাজের আচরণে বেশ কিছুটা তফাৎ লক্ষ্য করেছে নেটপাড়া।

4 / 6
কথা বলার ধরণ থেকে শুরু করে সকলের সঙ্গে তাঁর ব্যবহার, এককথায় কড়া ভাষায় সমালোচিত হতে দেখা যাচ্ছে সর্বত্র। পাপরাৎজিদের সঙ্গে তিনি যে ব্যবহারটা করছেন তা বেশ দৃষ্টিকটু। পোজ় না দেওয়া, ব্যঙ্গের ছলে উত্তর দেওয়া। কাট-কাট কথা বলা, সবটাই ভীষণ স্পষ্ট।

কথা বলার ধরণ থেকে শুরু করে সকলের সঙ্গে তাঁর ব্যবহার, এককথায় কড়া ভাষায় সমালোচিত হতে দেখা যাচ্ছে সর্বত্র। পাপরাৎজিদের সঙ্গে তিনি যে ব্যবহারটা করছেন তা বেশ দৃষ্টিকটু। পোজ় না দেওয়া, ব্যঙ্গের ছলে উত্তর দেওয়া। কাট-কাট কথা বলা, সবটাই ভীষণ স্পষ্ট।

5 / 6
নেটিজ়েনদের একাংশের মত তিনি অহংকারি হয়ে উঠেছেন। এবং সিদ্ধার্থ শুক্লাকে ভুলে কেরিয়ানে নিজেকে নিয়ে ব্যস্ত। যদিও এর উত্তর আগেই দিয়েছেন শেহনাজ গিল। জানিয়েছেন তাঁর ও সিদ্ধার্থ শুক্লার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ কেমন, তা সকলের সামনে জাহির করার প্রয়োজন নেই।

নেটিজ়েনদের একাংশের মত তিনি অহংকারি হয়ে উঠেছেন। এবং সিদ্ধার্থ শুক্লাকে ভুলে কেরিয়ানে নিজেকে নিয়ে ব্যস্ত। যদিও এর উত্তর আগেই দিয়েছেন শেহনাজ গিল। জানিয়েছেন তাঁর ও সিদ্ধার্থ শুক্লার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ কেমন, তা সকলের সামনে জাহির করার প্রয়োজন নেই।

6 / 6
Follow Us: