উল্লেখ্য দেশ-বিদেশের অনেক পর্যটক সুন্দরবন ভ্রমণে আসেন নদী বেষ্টিত নোনা জলের নদী,খাঁড়ী,বাদাবন ও সুন্দরবন তথা বিশ্বের বৃহৎ এবং হিংস্র দক্ষিণ রায়ের দর্শন করতে। কিন্তু প্রবাদে আছে “বাঘের দেখা আর সাপের লেখা”। অতএব ভাগ্যে না থাকলে এসব হয় না। গত বেশ কয়েক বছর সুন্দরবনে পর্যটকদের ভীড় তুলনা মূলক ভাবে সংখ্যায় কম। তার একটাই কারণ বেশীর ভাগ পর্যটকরা বাঘ দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়। তাছাড়া লকডাউন আর করোনার তাণ্ডবে বিগত প্রায় দুবছর যাবৎ জঙ্গলে যাওয়ার অনুমতি ছিল না পর্যটকদের।