Curls Hair In Summer: সামনেই বর্ষা! কোঁকড়া চুলের যত্ন নিন ঠিক এইভাবে, চ্যালেঞ্জ জিতবেন বলে বলে
Hair care Routine: স্ক্যাল্পে ঘামের জেরে চুল পড়ে বেশি। তবে স্ট্রেট বা সোজা , ক্যারাটিন করা চুলের থেকে কোঁকরা চুল দেখতে বেশ নজরকাড়া লাগে। কোঁকড়া চুলের স্টাইল কম হলেও এর জন্য খাটনি লাগে বেশি। গরমকালে কোঁকড়া চুলকে চকচকে ও স্বাস্থ্যকর করে তুলবেন কীভাবে, তা জেনে নিন...
Follow Us:
মাথার উপর সূর্যের প্রখর তাপ, ভ্যাপসা গরমে ঘেমে নেয়ে বিধ্বস্ত অবস্থা মহিলা থেকে পুরুষের। কিন্তু এই গরমে সানবার্ন হওয়ার পাশাপাশি চুলের যত্ন নেওয়া অন্যতম জরুরি। কিন্তু কোঁকড়া চুলের জন্য একটু বাড়তি যত্ন নিতে হয়। কারণ কোঁকড়ানো চুলের পরিচর্চার জন্য প্রচুর নামী-দামি পণ্য ব্যবহার করতে হয়। ঠিকভাবে কোঁকড়া চুল বজায় থাকার জন্য আবার প্রতিদিন চুল কার্ল হতে হয়।
প্রতিটি ঋুতুতেই নতুন চ্যালেঞ্জ। কোঁকড়ানো চুলের জন্য প্রতিদিন চ্যালেঞ্জ। কারণ এই গরমে চুলের অবস্থা বেহাল হয় তো বটেই, সবচেয়ে বেশি নজর রাখতে হয় কোঁকড়ানো চুলের জন্য। গরমকালে ইউভি রশ্মির সংস্পর্শের কারণে চুলের সবচেয়ে বেশি ক্ষতি হয়। রুক্ষ-শুষ্ক ও ঘামের কারণে তৈলাক্ত হয়ে যায় চুল।
স্ক্যাল্পে ঘামের জেরে চুল পড়ে বেশি। তবে স্ট্রেট বা সোজা , ক্যারাটিন করা চুলের থেকে কোঁকরা চুল দেখতে বেশ নজরকাড়া লাগে। কোঁকড়া চুলের স্টাইল কম হলেও এর জন্য খাটনি লাগে বেশি। গরমকালে কোঁকড়া চুলকে চকচকে ও স্বাস্থ্যকর করে তুলবেন কীভাবে, তা জেনে নিন…
হালকা মাত্রার শ্যাম্পু ব্যবহার করলে কোঁকড়া চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাতে মাথার ত্বকে অত্যাধিক মাত্রায় আদ্রর্তা শুকিয়ে যায়। স্বাভাবিক তেলের মাত্রাও কমে যায় তাতে। বি্শেষজ্ঞদের মতে, সালফেট-মুক্ত শ্যাম্পু কোঁকড়া চুলের জন্য সবচেয়ে ভালো পণ্য।
চুল পড়া ঠেকাতে অনেকেই বিভিন্ন শ্যাম্পু, তেল, কন্ডিশনার লাগান। কিন্তু জানেন কি, শরীরে পুষ্টির ঘাটতি হলেও চুল ওঠে? চুল ওঠার সঙ্গে কোন-কোন পুষ্টি উপাদান জড়িত এবং কোন খাবারের মাধ্যমে ঘাটতি পূরণ করা যায়, জেনে নিন
কোঁকড়া চুলের জন্য কন্ডিশনার আবশ্যক। কোঁকড়া চুলে আর্দ্রতা বজায় রাখার জন্য কন্ডিশনার ব্যবহারের সময় হাত দিয়ে কুঁচকে দিলে তার সৌন্দর্য ফুটে ওঠে। শ্যাম্পুর পর ডিপ-কন্ডিশনরা ব্যবহার করলে চুলে আর্দ্রতা বজায় থাকে। চুল ধুয়ে নিয়েই চুল আঁচড়াবেন না। শুকিয়ে গেলে বড় দাঁড়ার চিরুনি ব্যবহার করে চুল আঁচড়ে নিন।
বিশেষজ্ঞদের মতে, কোঁকড়া চুলের গোড়া থেকে ব্রাশ করা শুরু করে তারপর উপরের দিকে চিরুনি ব্যবহার করা উচিত। কম্বিনিং ও ব্রাশ করার সময় স্ক্যাল্পের শেষ পর্যন্ত ব্যবহার করা উচিত। তাতে চুল ভেঙ্গে যাওয়া রোধ হয় ও চুল ছিঁড়ে যায় না।
কোঁকড়া চুলে জট শুরু হয়ে যায় দ্রুত। তাই চুল যাতে না ছিঁড়ে যায়, তাই হাত দিয়ে চুল আঁচড়ে নিতে পারেন। ভালো ও বড় দাঁড়ার ব্রাশ ব্যবহার করতে পারেব। প্রয়োজন হলে নিয়মিত এই ব্রাশ দিয়ে চুল আঁচড়ে নিতে পারেন।
এছাড়া প্রতি রাতে রুটিন মেনে মাথার চুল সুতির কাপড় দিয়ে ঢেকে শুতে পারেন। বালিশের কভারও হোক সুতির। সিল্কের কভার থেকে এডিয়ে চলুন। সুস্থ রাখতে রাতে অল্প মাত্রায় তেল নিয়ে চুলে লাগাতে পারেন। হেয়ার মাস্কও ব্যবহার করতে পারেন।