মায়ের ওপর চাপা রাগ, শৈশবেই ভয়ানক পরিস্থিতে বিদ্যা
Vidya Balan: আজ সেসব ঝেরে ফেলে বিদ্যা বালেন অন্যান্যদের কাছে অনুপ্রেরণা। স্লিম টল ফিগার ছাড়াও যে বলিউডের দাপটের সঙ্গে রাজত্ব করা যায় তা তিনি প্রমাণ করে দিয়েছেন বহুদিন আগেই। না, কোনও নায়কের কাঁধে ভর করে নয়, তিনি একাই একশ। কোনও ছবিতে বিদ্যা বালনের উপস্থিতি মানে ছবি সিংহভাগ দায়িত্ব তিনি কাধে তুলে নেন।
Most Read Stories