Sara Ali Khan: ‘অন্যের জন্য নিজেকে পাল্টে ফেলা নয়’, প্রেম নিয়ে সারা উপদেশ অমৃতার

Relationship: একবার সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন করিনা কাপুর। যা নিয়ে পরবর্তীতে চরম ট্রোলের শিকার হতে হয় করিনা কাপুর খানকে।

| Edited By: | Updated on: Aug 01, 2022 | 11:21 PM
বরাবরই সারা আলি খান ও অমৃতা সিং বেশ বন্ধুর মত। সব মনের কথা একটা বয়সের পর মাকে খুলে বলতেই পছন্দ করেন সারা আলি খান। অমৃতাও মেয়েকে বন্ধুর মতই উপদেশ দিয়ে থাকে। করিনাও মাঝে মধ্যে সারাকে উপদেশ দেন সম্পর্ক নিয়ে।

বরাবরই সারা আলি খান ও অমৃতা সিং বেশ বন্ধুর মত। সব মনের কথা একটা বয়সের পর মাকে খুলে বলতেই পছন্দ করেন সারা আলি খান। অমৃতাও মেয়েকে বন্ধুর মতই উপদেশ দিয়ে থাকে। করিনাও মাঝে মধ্যে সারাকে উপদেশ দেন সম্পর্ক নিয়ে।

1 / 5
ওয়ান নাইট স্ট্যান্ড থেকে শুরু করে প্রেম, সবটা নিয়ে সারাও ছিলেন তাঁর সৎমায়ের সামনে বেশ সাবলীল। তবে এখন সারার জীবনে তেমন কোনও সম্পর্কের ইঙ্গিত নেই।

ওয়ান নাইট স্ট্যান্ড থেকে শুরু করে প্রেম, সবটা নিয়ে সারাও ছিলেন তাঁর সৎমায়ের সামনে বেশ সাবলীল। তবে এখন সারার জীবনে তেমন কোনও সম্পর্কের ইঙ্গিত নেই।

2 / 5
অনুষ্ঠানের আয়োজকদের মতে, সারা বিশ্বে পরিবেশ সচেতনাতার বার্তা দিতেই এই উদ্যোগ।

অনুষ্ঠানের আয়োজকদের মতে, সারা বিশ্বে পরিবেশ সচেতনাতার বার্তা দিতেই এই উদ্যোগ।

3 / 5
এমনটা করলে একটা সময় সারা খুশি হবে না। বরং পরবর্তীতে কষ্ট পেতে হবে। এর বাইরে সারা যা ইচ্ছে তাই করতে পারে। সারা অবসর সময় নিজের পরিবারের সঙ্গেই কাটাতে বেশি পছন্দ করেন।

এমনটা করলে একটা সময় সারা খুশি হবে না। বরং পরবর্তীতে কষ্ট পেতে হবে। এর বাইরে সারা যা ইচ্ছে তাই করতে পারে। সারা অবসর সময় নিজের পরিবারের সঙ্গেই কাটাতে বেশি পছন্দ করেন।

4 / 5
মধ্যরাতের ডিনার পার্টি হোক বা ভ্যাকেশন, সারা নিজে প্রতিটা পদে পদে তাঁর জীবনের সঙ্গে মাকে জড়িয়ে রাখতেই পছন্দ করেন। সারা একাধিকবার তাঁর মাকে নিয়ে বিভিন্ন জায়গায় মুখ খুলে জানিয়েছেন, তাঁর জীবনের সব থেকে প্রিয় ব্যক্তিটিই হল তাঁর মা।

মধ্যরাতের ডিনার পার্টি হোক বা ভ্যাকেশন, সারা নিজে প্রতিটা পদে পদে তাঁর জীবনের সঙ্গে মাকে জড়িয়ে রাখতেই পছন্দ করেন। সারা একাধিকবার তাঁর মাকে নিয়ে বিভিন্ন জায়গায় মুখ খুলে জানিয়েছেন, তাঁর জীবনের সব থেকে প্রিয় ব্যক্তিটিই হল তাঁর মা।

5 / 5
Follow Us: