দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আলিয়া ভাট। এপ্রিল মাসে ছিল তাঁর বিয়ে। বিয়ের মাস দু-একের মধ্যেই সুসংবাদ জানালেন যে, তিনি মা হতে চলেছেন। সেপ্টেম্বরেই তাঁর সাধ।
স্পষ্ট ট্রোলারদের জানালেন, এটা অয়ন মুখোপাধ্যায়ের ভুল নয়। তিনি জেনেশুনেই এই সংলাপটি ঢুকিয়েছেন। কারণ একটাই, তিনি জানান, যে যাঁকে ভালবাসেন, তিনি তাঁর নামটি বারে বারে মুখে নিতে পছন্দ করেন।
তাঁর সম্পর্কে ভাল কথা লেখা থাকলেও আলিয়া খুব একটা রিভিউ পড়তে পছন্দ করেন না। তবে মাঝে মধ্যে অনেকেই তাঁকে কিছু খবরের হেডলাউন পাঠিয়ে থাকেন, যা দেখে তিনি আন্দাজ করে নেন লোকে কী বলছে ছবিটা নিয়ে।
২০২০ সাল থেকে পুরোপুরি নিরামিষ খাচ্ছেন আলিয়া। তিনি আসলে ভিগান। তাই তাঁর সাধেও থাকবে কেবল ভিগান খাবারেরই আয়োজন। মাছ থাকবে না একটুকুও।
আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত ছবি ব্রহ্মাস্ত্র এখন জল্পনার কেন্দ্রে। ছবি ঘিরে বয়কটের ডাক থেকে শুরু করে ছবিতে অভিনয় নিয়ে কড়া সমালোচনা, সবটাই চাক্ষুস করেছেন আলিয়া ভাট।
এবার আরও একধাপ এগিয়ে গোপন তথ্য শেয়ার করলেন আলিয়া। সাফ জানিয়ে দিলেন, তিনি নিজের ছবির রিভিউ পড়া পছন্দ করেন না। কখনই খুলে দেখেন না যে রিভিউতে ঠিক কী কী লেখা থাকে।