Mohun Bagan-East Bengal Derby: মালদায় প্রীতি ডার্বিতে মোহনবাগানকে ১-০ হারাল ইস্টবেঙ্গল
ফুটবল বিশ্বকাপের জন্য উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে সারা বিশ্বে। মালদা শহরও পিছিয়ে নেই। জেলা ক্রীড়া সংস্থার গ্যালারি সেজেছে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশগুলির রঙে। সেখানে রয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগানের রঙও। মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছিল মালদায়। তবে এই ম্যাচ কলকাতার দুই প্রধানের বিখ্যাত প্রাক্তনীদের নিয়ে। উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের উদ্যোগেই মালদা ডিএসএ ময়দানে মোহনবাগান লেজেন্ডস বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডসের প্রীতি ডার্বি ম্যাচ হল।
Most Read Stories