Mohun Bagan-East Bengal Derby: মালদায় প্রীতি ডার্বিতে মোহনবাগানকে ১-০ হারাল ইস্টবেঙ্গল

ফুটবল বিশ্বকাপের জন্য উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে সারা বিশ্বে। মালদা শহরও পিছিয়ে নেই। জেলা ক্রীড়া সংস্থার গ্যালারি সেজেছে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশগুলির রঙে। সেখানে রয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগানের রঙও। মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছিল মালদায়। তবে এই ম্যাচ কলকাতার দুই প্রধানের বিখ্যাত প্রাক্তনীদের নিয়ে। উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের উদ্যোগেই মালদা ডিএসএ ময়দানে মোহনবাগান লেজেন্ডস বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডসের প্রীতি ডার্বি ম্যাচ হল।

| Edited By: | Updated on: Sep 15, 2022 | 6:43 PM
ফুটবল বিশ্বকাপের জন্য উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে সারা বিশ্বে। মালদা শহরও পিছিয়ে নেই। জেলা ক্রীড়া সংস্থার গ্যালারি সেজেছে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশগুলির রঙে। সেখানে রয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগানের রঙও। মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছিল মালদায়। তবে এই ম্যাচ কলকাতার দুই প্রধানের বিখ্যাত প্রাক্তনীদের নিয়ে। উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের উদ্যোগেই মালদা ডিএসএ ময়দানে মোহনবাগান লেজেন্ডস বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডসের প্রীতি ডার্বি ম্যাচ হল। (নিজস্ব চিত্র)

ফুটবল বিশ্বকাপের জন্য উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে সারা বিশ্বে। মালদা শহরও পিছিয়ে নেই। জেলা ক্রীড়া সংস্থার গ্যালারি সেজেছে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশগুলির রঙে। সেখানে রয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগানের রঙও। মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছিল মালদায়। তবে এই ম্যাচ কলকাতার দুই প্রধানের বিখ্যাত প্রাক্তনীদের নিয়ে। উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের উদ্যোগেই মালদা ডিএসএ ময়দানে মোহনবাগান লেজেন্ডস বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডসের প্রীতি ডার্বি ম্যাচ হল। (নিজস্ব চিত্র)

1 / 5
মালদায় প্রথমবার এই ম্যাচ অনুষ্ঠিত হল। মালদা জেলায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রচুর সমর্থক রয়েছেন ৷ তাঁদের পাশাপাশি মালদার সমস্ত ক্রীড়াপ্রেমী ও ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৷ আজ দুপুর ৩টে থেকে এই ম্যাচ হয়েছে। (নিজস্ব চিত্র)

মালদায় প্রথমবার এই ম্যাচ অনুষ্ঠিত হল। মালদা জেলায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রচুর সমর্থক রয়েছেন ৷ তাঁদের পাশাপাশি মালদার সমস্ত ক্রীড়াপ্রেমী ও ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৷ আজ দুপুর ৩টে থেকে এই ম্যাচ হয়েছে। (নিজস্ব চিত্র)

2 / 5
ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বহু খ্যাতনামা খেলোয়াড়দের আবার ফুটবল পায়ে দেখা গেল ৷ তাঁদের মধ্যে অন্যতম অ্যালভিটো ডি'কুনহা, রহিম নবি, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, সূর্য বিকাশ, মাধব দাস সহ আরও অনেকেই। (নিজস্ব চিত্র)

ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বহু খ্যাতনামা খেলোয়াড়দের আবার ফুটবল পায়ে দেখা গেল ৷ তাঁদের মধ্যে অন্যতম অ্যালভিটো ডি'কুনহা, রহিম নবি, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, সূর্য বিকাশ, মাধব দাস সহ আরও অনেকেই। (নিজস্ব চিত্র)

3 / 5
মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জার্সি পরেই প্রীতি ডার্বি ম্যাচ খেললেন তাঁরা ৷ সমর্থক দেখে দর্শকদের জন্যও আলাদা আলাদা গ্যালারি করা হয়েছিল। (নিজস্ব চিত্র)

মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জার্সি পরেই প্রীতি ডার্বি ম্যাচ খেললেন তাঁরা ৷ সমর্থক দেখে দর্শকদের জন্যও আলাদা আলাদা গ্যালারি করা হয়েছিল। (নিজস্ব চিত্র)

4 / 5
ম্যাচের শেষে লাল-হলুদের প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব বলেন, "দারুণ লাগছে। এত সমর্থক যেভাবে তাঁদের ফুটবলপ্রীতি প্রকাশ করতে এখানে হাজির হয়েছে, তা দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। এখানকার মাঠ বেশ সুন্দর। এত সমর্থক এখানে এসে প্রমাণ করে দিয়েছে ওদের মধ্যে ফুটবলের প্রতি প্যাশন রয়েছে।" (নিজস্ব চিত্র)

ম্যাচের শেষে লাল-হলুদের প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব বলেন, "দারুণ লাগছে। এত সমর্থক যেভাবে তাঁদের ফুটবলপ্রীতি প্রকাশ করতে এখানে হাজির হয়েছে, তা দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। এখানকার মাঠ বেশ সুন্দর। এত সমর্থক এখানে এসে প্রমাণ করে দিয়েছে ওদের মধ্যে ফুটবলের প্রতি প্যাশন রয়েছে।" (নিজস্ব চিত্র)

5 / 5
Follow Us: