Ranveer Singh Controversy: ‘বেডরুমের বাইরে এসে সেক্স নিয়ে কথা বলুন’, কন্ডোম বিপণন সংস্থার মুখ হতেই ভাইরাল রণবীর

Ranveer Singh: রণবীরের কথায়, সেক্স সকলেই করেন। এই বিষয়টা মোটেও খারাপ নয়।

| Edited By: | Updated on: Feb 20, 2023 | 4:30 PM
রণবীর সিং- রণবীর সিংকে ব্যক্তিগত পার্টিতে যদি বিশেষ অতিথি হিসেবে আনতে চান, তবে সেক্ষেত্রে পারিশ্রমিক দিতে হয় ১ কোটি টাকা।

রণবীর সিং- রণবীর সিংকে ব্যক্তিগত পার্টিতে যদি বিশেষ অতিথি হিসেবে আনতে চান, তবে সেক্ষেত্রে পারিশ্রমিক দিতে হয় ১ কোটি টাকা।

1 / 7
বরাবরই বোল্ড মন্তব্য করে সকলের মাঝে ভাইরাল হয়ে থাকেন অভিনেতা রণবীর সিং। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর এক একটি মন্তব্য, কখনও যৌন জীবন, কখনও সম্পর্ক প্রসঙ্গে মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন তিনি।

বরাবরই বোল্ড মন্তব্য করে সকলের মাঝে ভাইরাল হয়ে থাকেন অভিনেতা রণবীর সিং। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর এক একটি মন্তব্য, কখনও যৌন জীবন, কখনও সম্পর্ক প্রসঙ্গে মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন তিনি।

2 / 7
কখনও ন্যুড ছবি, কখনও আবার সঙ্গম পোজ়ে চর্চায় উঠে আসা রণবীর সিং-ই একটা সময় কন্ডোমের জনপ্রিয় ব্র্যান্ডের মুখ হয়েছিলেন। নিজেই একবার জানিয়েছিলেন, তিনি রীতিমত সঙ্গমে জড়িয়েছিলেন ছোট থেকেই।

কখনও ন্যুড ছবি, কখনও আবার সঙ্গম পোজ়ে চর্চায় উঠে আসা রণবীর সিং-ই একটা সময় কন্ডোমের জনপ্রিয় ব্র্যান্ডের মুখ হয়েছিলেন। নিজেই একবার জানিয়েছিলেন, তিনি রীতিমত সঙ্গমে জড়িয়েছিলেন ছোট থেকেই।

3 / 7
সেক্স নিয়ে কথা বলতে কোনওদিন পিছপা না হওয়া এই স্টারই এবার চর্চায়। তাঁর পুরোনো এক মন্তব্য উঠে এল সোশ্যাল মিডিয়ায় চর্চায়। যেখানে তাঁকে বলতে শোনা যায় সেক্স খারাপ নয়।

সেক্স নিয়ে কথা বলতে কোনওদিন পিছপা না হওয়া এই স্টারই এবার চর্চায়। তাঁর পুরোনো এক মন্তব্য উঠে এল সোশ্যাল মিডিয়ায় চর্চায়। যেখানে তাঁকে বলতে শোনা যায় সেক্স খারাপ নয়।

4 / 7
রণবীরের কথায়, সেক্স সকলেই করেন। এই বিষয়টা মোটেও খারাপ নয়। বরং এটা নিয়ে আরও বেশি করে চর্চা হওয়া উচিচ। কেবল বেডরুমে নয়। তার বাইরেও এসে কথা বলতে হবে।

রণবীরের কথায়, সেক্স সকলেই করেন। এই বিষয়টা মোটেও খারাপ নয়। বরং এটা নিয়ে আরও বেশি করে চর্চা হওয়া উচিচ। কেবল বেডরুমে নয়। তার বাইরেও এসে কথা বলতে হবে।

5 / 7
রণবীর বার্তা দিয়েছিলেন, সেক্স সম্পর্কে মানুষের বোঝা উচিত, আরও বেশি করে জানা উচিত। এটা লুকিয়ে রাখার বিষয় কখনই নয়।

রণবীর বার্তা দিয়েছিলেন, সেক্স সম্পর্কে মানুষের বোঝা উচিত, আরও বেশি করে জানা উচিত। এটা লুকিয়ে রাখার বিষয় কখনই নয়।

6 / 7
যদিও তাঁর এই মন্তব্য একাধিকবার সমালোচিত হলেও তিনি বরাবরই যৌন জীবন নিয়ে ক্যান্ডিট। শেষ নগ্ন ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিলেন সুপারস্টার। যদিও তা নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।

যদিও তাঁর এই মন্তব্য একাধিকবার সমালোচিত হলেও তিনি বরাবরই যৌন জীবন নিয়ে ক্যান্ডিট। শেষ নগ্ন ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিলেন সুপারস্টার। যদিও তা নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।

7 / 7
Follow Us: