শুটিং সেটে নানা চরিত্র হয়ে ওঠাটাই অভিনেতাদের প্রধান কাজ। কখনও ডাকাত, কখনও পুলিশ, যখন যে চরিত্রের চাহিদা যেমন, স্টাররা চেয়ে থাকেন, ঠিক যেন তেমনই হয়ে উঠতে পারেন তাঁরা।
তেমনই এক কাহিনি এবার সইফ আলি খান সকলের সামনে তুলে ধরলেন। কেরিয়ারের শুরুতেই তাঁকে ছবি থেকে বাদ পড়তে হয়েছিল। পরিচালক কারণ হিসেবে জানিয়েছিলেন তাঁর প্রেমিকা।
সইফ আলি খান, কেরিয়ারের শুরুতে এক অন্য স্বাদের জীবন কাটিয়েছিলেন সইফ আল খান। যেখানে ছিল না কোনো নিয়ম শৃঙ্খলা, ছিল না কোনও নিয়ম নীতি। নিজেই একাধিকবার স্বীকার করেছিলেন সইফ।
সম্প্রতি কেরিয়ারের শুরুর এই মজার কাহিনি শেয়ার করে নেন তিনি। যদিও সেই মুহূর্তে এটি মোটেও তাঁর কাছে মজার ছিল না প্রসঙ্গটা। প্রথম কাজ হাত থেকে চলে যাওয়ার কষ্টটা তিনি বোগ করেছিলেন।
ইব্রাহিমের থেকে তিনি শিখেছেন কীভাবে জীবনকে উপভোগ করতে হয়। ইব্রাহিম জীবনে খুব বেশি চাপ নেন না। নিজের মতো করে সময় করে নিয়ে শান্তি ও স্বস্তিতে সময় কাটাতেই পছন্দ করেন তিনি।