FIFA World Cup 2022: বিশ্বকাপে ‘ব্যাট ম্যান’ থুড়ি ‘মাক্স-ম্যান’
কাতারে চলতি বিশ্বকাপে দেখা যাচ্ছে ব্যাট ম্যানকে। ডিসি কমিকসের ব্যাট ম্যান কাতারে কী করছেন জানেন? না না বিশ্বকাপে সরাসরি ব্যাট ম্যান হাজির হয়নি। বরং কাতারে যে ৩২টি দলের ফুটবলাররা বিশ্বকাপে খেলছেন, তাঁদের মধ্যে কয়েক জন ফুটবলার এমন এক ধরণের মাস্ক ব্যবহার করছেন, যা দেখে নেটিজেনরা তাঁদের সঙ্গে তুলনা করছেন ডিসি কমিকসের ব্যাট ম্যানের।
Most Read Stories