Bangla News » Photo gallery » Why Son Heung min, Ellyes Skhiri and some other footballers are donning Batman style face masks on pitch at FIFA World Cup 2022 in Qatar
FIFA World Cup 2022: বিশ্বকাপে ‘ব্যাট ম্যান’ থুড়ি ‘মাক্স-ম্যান’
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Nov 30, 2022 | 6:30 AM
কাতারে চলতি বিশ্বকাপে দেখা যাচ্ছে ব্যাট ম্যানকে। ডিসি কমিকসের ব্যাট ম্যান কাতারে কী করছেন জানেন? না না বিশ্বকাপে সরাসরি ব্যাট ম্যান হাজির হয়নি। বরং কাতারে যে ৩২টি দলের ফুটবলাররা বিশ্বকাপে খেলছেন, তাঁদের মধ্যে কয়েক জন ফুটবলার এমন এক ধরণের মাস্ক ব্যবহার করছেন, যা দেখে নেটিজেনরা তাঁদের সঙ্গে তুলনা করছেন ডিসি কমিকসের ব্যাট ম্যানের।
Nov 30, 2022 | 6:30 AM
কাতারে চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2022) দেখা যাচ্ছে ব্যাট ম্যানকে (Batman)। ডিসি কমিকসের (DC Comics) ব্যাট ম্যান কাতারে কী করছেন জানেন? না না বিশ্বকাপে সরাসরি ব্যাট ম্যান হাজির হয়নি। বরং কাতারে যে ৩২টি দলের ফুটবলাররা বিশ্বকাপে খেলছেন, তাঁদের মধ্যে কয়েক জন ফুটবলার এমন এক ধরণের মাস্ক ব্যবহার করছেন, যা দেখে নেটিজেনরা তাঁদের সঙ্গে তুলনা করছেন ডিসি কমিকসের ব্যাট ম্যানের। (ছবি-টুইটার)
1 / 5
দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার সন হিউং মিনকে (Son Heung-min) অনুশীলনের সময় একাধিক বার দেখা গিয়েছে কালো মাস্ক পরে থাকতে। এ ছাড়াও ম্যাচের সময় ব্যাট ম্যানের মতো কালো মাস্ক পরে খেলতে দেখা গিয়েছে সনকে। চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইয়ের বিরুদ্ধে টটেনহ্যামের হয়ে খেলার সময় মুখে চোট লাগে সনের। তাঁর চোখের কাছের হাড় ভেঙে যায়। এর পর থেকে তিনি প্রোটেকটিভ ফেস মাস্ক পরে খেলার সিদ্ধান্ত নেন। (ছবি-টুইটার)
2 / 5
ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জস্কো ভার্দিওলকে (Joško Gvardiol) দেখা গিয়েছে গ্রুপ-এফ এর ম্যাচে কানাডার বিরুদ্ধে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে কালো রংয়ের মাস্ক পরে খেলতে। (ছবি-টুইটার)
3 / 5
সন হিউং মিন, জস্কো ভার্দিওল ছাড়াও তিউনিশিয়ার মিডফিল্ডার এলেস স্কিরিকেও (Ellyes Skhiri) দেখা গিয়েছে চলতি বিশ্বকাপে কালো মাস্ক পরে খেলতে। (ছবি-টুইটার)
4 / 5
চলতি বিশ্বকাপে একাধিক ফুটবলারকে কালো মাস্ক পরে খেলতে দেখে নেট দুনিয়ায় এই নিয়ে জোর আলোচনা চলছে। প্রোটেকটিভ মাস্ক পরে খেলায় ফুটবলারদের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই, তাই তাঁরা যে কোনও ম্যাচে ফেস মাস্ক পরে খেলতে পারেন। ডিসি কমিসকের ব্যাট ম্যান যেমন কালো মাস্ক পরেন, সেই রকমই কালো মাস্ক পরছেন সন-এলেসরা। তাই তাঁদের কাতার বিশ্বকাপের 'মাস্ক ম্যান' বলা হচ্ছে। (ছবি-টুইটার)