মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার লড়াই এটা নয়: অভিষেক
বহিরাগতদের বিতারিত করে দেওয়ার লড়াই নয়, লড়াই বাংলাকে রক্ষা করার।
দক্ষিণ ২৪ পরগনার একদিকে যখন শাহি-সভার উত্তাপ, তখনই আরেক প্রান্তে মাটি তপ্ত করছে মমতা-অভিষেকের (Abhishek Banerjee) যুগলবন্দি। অভিষেক অবশ্য এদিন নিজের বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করেননি। ২৫টি বিধানসভার কর্মীদের সামনে এদিন প্রথম থেকেই চাঁচাছোলা ভাষায় শাহকে আক্রমণ করেছেন মমতা। কখনও তা পৌঁছেছে তুই-তোকারির পর্যায়েও।
পৈলানে অভিষেক বন্দোপাধ্যায় বললেন, ” লড়াইটা মমতা বন্দোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, তৃতীয়বারের জন্য মা মাটি মানুষের সরকার গঠন নয়, বহিরাগতদের বিতারিত করে দেওয়ার লড়াই নয়, লড়াই বাংলাকে রক্ষা করার।”