মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নেতা ধার করে বিজেপি নির্বাচন লড়বে: অভিষেক

'যতই নাড় কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি, পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা...'

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নেতা ধার করে বিজেপি নির্বাচন লড়বে: অভিষেক
Follow Us:
| Updated on: Feb 18, 2021 | 8:47 PM

পৈলানের জনসভায় মমতা প্রথম থেকেই অত্যন্ত আক্রমণাত্মক ছিলেন। লক্ষ্যণীয়ভাবে এদিনের বক্তৃতার বেশিরভাগ জুড়েই ছিল অভিষেক প্রসঙ্গ। ‘পিসি-ভাইপো’কে নিয়ে কেন্দ্রীয় এবং বঙ্গ বিজেপি নেতৃত্বকে সবসময় মন্তব্য করতে দেখা যায়। এদিন প্রথমবার ভাইপোকে নিয়ে নির্বাচনী প্রচারের মঞ্চে উঠে যেন সেই সব আক্রমণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েই ছিলেন মমতা। শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তাঁর রাজনৈতিক কেরিয়ারের উচ্চতা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো।

‘২৫০-এর নীচে নামবে না তৃণমূল’ পৈলানের জনসভায় দাবি অভিষেকের। যতই নাড় কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি, পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা, বলছে বাংলার জনতা, ২০২১-এ ফের মমতা…’