ডানলপ – এক ‘মৃত সভ্যতা’! কর্মীদের হাহাকার, ‘আমাদের জন্য কেউ কিছু করল না’
চলে গিয়েছে কুড়ি কুড়ি বছর, ডানলপ (Dunlop Tyre Factory ) খোলেনি আজও।
দিন, সপ্তাহ, মাস। বছরের পর বছর। চলে গিয়েছে কুড়ি কুড়ি বছর, ডানলপ খোলেনি আজও। এক সময়ের এ রাজ্যের গর্বের ডানলপ কারখানার প্রাণ ফেরেনি। বন্ধ কারখানা গ্রাসে। দেখুন টিভি নাইন বাংলার (TV9 Bangla) বিশেষ প্রতিবেদন।