দু’চাকায় সওয়ার, নবান্নে স্কুটারে বসেই সাংবাদিক বৈঠক মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বিজেপিকে ঠুকে তিনি বলেন, “ভোট এলেই বলে বিনা পয়সায় গ্যাস দেবে।”

দু'চাকায় সওয়ার, নবান্নে স্কুটারে বসেই সাংবাদিক বৈঠক মমতার
Follow Us:
| Updated on: Feb 25, 2021 | 1:53 PM

পেট্রো পণ্যের লাগামছাড়া মূল্য বৃদ্ধির (Protest Of Fuel Price Hike) অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। ইলেকট্রিক স্কুটারে নবান্নে (Nabanna) গেলেন তিনি। নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী স্কুটারে চালকের আসনে বসে মাইক ধরেন। তারপর সুর চড়ান পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। তিনি বলেন, “বিশাল ভাঁওতা, সাধারণ মানুষের পকেট কাটা, অসহায় অবস্থায় ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে।” বিজেপিকে ঠুকে তিনি বলেন, “ভোট এলেই বলে বিনা পয়সায় গ্যাস দেবে।” উল্লেখ্য, কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯১.১২ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৮৪.২০ টাকা। রান্নার গ্যাসের দাম ফের বেড়েছে। বুধবার রাত থেকে ফের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা। এদিন থেকে কলকাতায় সিলিন্ডার পিছু দাম হল ৮২০ টাকা ৫০ পয়সা। এই নিয়ে ফেব্রুয়ারি তিন ধাপে বাড়ল ১০০ টাকা।