পদত্যাগের পর কেঁদে ফেললেন রাজীব

রাজ্যপালকে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সদ্যপ্রাক্তন বনমন্ত্রী। সেখানেই বক্তব্য শেষ করে চোখের জল মুছতে মুছতে উঠে যান নিজের সাদা স্করপিয়োতে।

পদত্যাগের পর কেঁদে ফেললেন রাজীব
গ্রাফিক্স: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Jan 22, 2021 | 6:48 PM

“আমার দলনেত্রী যিনি আমায় সুযোগ দিয়েছেন মানুষের সেবা করার, তাঁকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য…।” বক্তব্য শেষ করতে পারলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়। তার আগেই গলা ধরে এল। এরপর ঝোরে কাঁদলেন তিনি। রাজ্যপালকে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সদ্যপ্রাক্তন বনমন্ত্রী। সেখানেই বক্তব্য শেষ করে চোখের জল মুছতে মুছতে উঠে যান নিজের সাদা স্করপিয়োতে।