কীভাবে দানব জলোচ্ছ্বাস গিলে খাচ্ছে জোশীমঠ-সহ বিস্তৃর্ণ এলাকা?

কীভাবে দানব জলোচ্ছ্বাস গিলে খাচ্ছে জোশীমঠ-সহ বিস্তৃর্ণ এলাকা, দেখুন শিহরণ জাগানো ভিডিয়ো

কীভাবে দানব জলোচ্ছ্বাস গিলে খাচ্ছে জোশীমঠ-সহ বিস্তৃর্ণ এলাকা?
Follow Us:
| Updated on: Feb 09, 2021 | 3:33 PM

এখনও অবধি ২৬ জনের দেহ উদ্ধার হয়েছে। খোঁজ নেই ১৮০ জনের। স্নিফার ডগ নামিয়ে তল্লাশি চলছে সুড়ঙ্গে। তপোবনে প্রায় ১৯০০ মিটার লম্বা সুড়ঙ্গ পথ। সেখানেই আরও বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকারীদের ধারণা, সুড়ঙ্গে আটকে থাকতে পারেন ৩০ থেকে ৩৫ জন। স্নিফার ডগ নামানো হয়েছে সুড়ঙ্গে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।