Bollywood Actor Arshad Warsi : আর করতে পারবেন না শেয়ার বাজারে বিনিয়োগ, বিপাকে ‘সার্কিট’, উঠেছে গুরুতর অভিযোগ
Bollywood Actor Arshad Warsi : তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আরশাদ। করেছেন টুইট।
কলকাতা : মুন্নাভাই থেকে জলি এলএলবি, বক্স অফিস কাঁপানো একাধিক ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিল সিনে প্রেমীরা। সার্কিটের নানা ডায়লগ এখনও ঘোরে লোকের মুখে মুখে। কথা হচ্ছে বিখ্যাত বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসিকে (Bollywood Actor Arshad Warsi) নিয়ে। তিনিই এবার পড়েছে বিপাকে। সোশ্যাল মিডিয়ার সাহায্যে চলছে স্টকের দামে কারচুপি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। উঠেছে শেয়ার বাজারকে বেআইনি ভাবে প্রভাবিত করার অভিযোগও। নাম জড়িয়েছে তাঁর স্ত্রী মারিয়া গোরেটিরও। তাঁর ফলে আপাতত আর তিনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবেন না বলে জানা যাচ্ছে। কঠোর পদক্ষেপ নিয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। ‘শেয়ার পাম্প অ্যান্ড ডাম্প’ কেসে আরশাদ সহ প্রায় ৪৫ জন ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই বাজার নিয়ন্ত্রক সংস্থা। ইউটিউব চ্যানেলগুলিতে বিভ্রান্তিকর ভিডিও আপলোড করা, শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের ভুল পথে চালিত করার অভিযোগ উঠেছে এই চ্যানেলগুলির বিরুদ্ধে।
কী এই ‘শেয়ার পাম্প অ্যান্ড ডাম্প কেস’?
‘শেয়ার পাম্প অ্যান্ড ডাম্প’কে বর্তমানে শেয়ারের আর্থিক জালিয়াতির ক্যাটাগরিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এর মাধ্যমে ঘুরপথে শেয়ার বাজারকে ভুল পথে চালানো করা যায়। কোনও নির্দিষ্ট সংস্থা বা স্টক সম্পর্কে বিনিয়োগকারীদের দেওয়া হয় ভুল তথ্য। এ কাজ করেই বড় লাভের দরজা খুলে দেওয়া হয় ওই সংশ্লিষ্ট সংস্থার জন্য। ওই স্টকের শ্রীবৃদ্ধির উপরেও সরাসরি প্রভাব পড়ে এর ফলে। কোনও প্রভাবশালী ব্যক্তি ইউটউবে তাঁদের চ্যানেলের মাধ্যমে একটি স্টকের লাগাতার প্রচার করতে থাকেন। বিনিয়োগকারীরা তাঁকে বিশ্বাস করে সেই স্টকে বিনিয়োগ শুরু করে। এদিকে ততক্ষণে ওই প্রভাবশালী ব্যক্তি বড় মাত্রায় ওই স্টক কিনে রেখে দেন। ভ্যালু বাড়লে স্টকটি বিক্রি করে দেন। এভাবেই বড় লাভ খরে তোলেন তিনি। এই অভিযোগই উঠেছে আরশাদ সহ আরও ৩৫টি ইউটিউব চ্যানেলের মালিকের বিরুদ্ধে।
Please do not believe everything you read in the news. Maria and my knowledge about stocks is zero, took advice and invested in Sharda, and like many other, lost all our hard earned money.
— Arshad Warsi (@ArshadWarsi) March 2, 2023
তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আরশাদ। টুইটারে তিনি লেখেন, ‘অনুগ্রহ করে আপনি খবরে যা পড়েছেন তা বিশ্বাস করবেন না। স্টক সম্পর্কে মারিয়া এবং আমার জ্ঞান শূন্য। পরামর্শ নিয়েই অন্যদের মতো আমরা কিছু জায়গায় বিনিয়োগ করেছি। আমরাও আমাদের অনেক কষ্টার্জিত টাকা হারিয়েছে। ডুবেছে এই শেয়ার মার্কেটেই।’