Adani Group Shares : প্রায় ২০ দিন পর বড় লাফ আদানি গ্রুপের একাধিক শেয়ারের, কারণ কী

Adani Group Shares : আদানি গ্রুপ তার ক্রেডিট প্রোফাইল উন্নত করার জন্য ইতিমধ্যেই একগুচ্ছ পরিকল্পনা করে ফেলেছে বলে জানা যাচ্ছে। তাতেই যেন স্বস্তিতে বিনিয়োগকারীরা।

Adani Group Shares : প্রায় ২০ দিন পর বড় লাফ আদানি গ্রুপের একাধিক শেয়ারের,  কারণ কী
মঙ্গলেই মঙ্গলবার্তা, প্রায় ২০ দিন পর শেয়ার দরে বড় লাফ আদানি গ্রুপের একাধিক শেয়ারে
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 9:37 PM

কাটছে খারাপ সময়। হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট (Hindenburg Research Report) প্রকাশের পর প্রথমবারের জন্য স্বস্তিতে আদানি গ্রুপ। মঙ্গলেই যেন মঙ্গলবার্তা এল আদানি গ্রুপের (Adani Group Shares) জন্য। হাসি ফুটল বিনিয়োগকারীদের মুখে। এদিন আদানি গ্রুপের তালিকাভুক্ত ১০টি স্টকের মধ্যে আটটির দর বাড়তে দেখা গিয়েছে। এদিন আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর ১৫.৭৮ শতাংশ বেড়ে ১৫৭৯ টাকায় থেমেছে। আদানি পোর্টস এবং SEZ (APSEZ) এর শেয়ার ৫.৪৪ শতাংশ বেড়েছে। আদানি গ্রিন এনার্জি এবং আদানি উইলমারের শেয়ার প্রতিটিই পাঁচ শতাংশ করে বেড়েছে। মাত্র দুটি স্টক, আদানি টোটাল গ্যাস এবং আদানি ট্রান্সমিশনের শেয়ারদর এদিন বিশেষ বাড়তে দেখা যায়নি। 

বেড়েছে মার্কেট ক্যাপ

BSE তথ্য বলছে মঙ্গলবার দিনভর আদানি গ্রুপের সম্মিলিত বাজার মূলধনে ৩০ হাজার কোটি টাকার বেশি যোগ হয়েছে। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারির পর এই প্রথম এত বড় লাভের মুখ দেখল আদানি গ্রুপ। আমেরিকান রিসার্চ ফার্ম হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পর থেকে আদানি গ্রুপের শেয়ারে প্রতিদিনই বড় পতন দেখা যাচ্ছিল। যদিও আদানি গ্রুপ হিন্ডেনবার্গের তোলা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে। তবুও শেয়ারদরে পতনের ধারাবাহিকতা বজায় ছিল। পরিসংখ্যান বলছে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে এখনও পর্যন্ত আদানি গ্রুপের মোট ১২.১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। 

এদিকে আদানি গ্রুপ তার ক্রেডিট প্রোফাইল উন্নত করার জন্য ইতিমধ্যেই একগুচ্ছ পরিকল্পনা করে ফেলেছে বলে জানা যাচ্ছে। নেওয়া হয়েছে ঋণ শোধের পরিকল্পনা। সূত্রের খবর, দেশের এই তাবড় সংস্থাটি মার্চের মধ্যে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ পরিশোধ করতে পারে। এই খবর সামনে আসতেই নতুন করে যেন অক্সিজেন পেয়েছেন আদানি গ্রুপের শেয়ার বিনিয়োগকারীরা। দেখতে শুরু করেছেন নতুন স্বপ্ন। আর সে কারণেই এদিন তাঁদের প্রায় সমস্ত শেয়ারদরে বড় লাভ দেখতে পাওয়া গিয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এদিকে হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর আদানির হাওয়া লেগেছিল এলআইসির গায়েও। পতন দেখা গিয়েছিল তাদের শেয়ারেও। তবে মঙ্গলবার এলআইসি-র শেয়ারের দামে উর্ধ্বগতি দেখতে পাওয়া গিয়েছে। এদিন এলআইসি-র শেয়ার দর প্রায় ৪.১২ শতাংশ বেড়ে ৬০২.২৫ টাকায় বন্ধ হয়েছে।