Petroleum Industry Share: বিগত কয়েক দশকে বিনিয়োগকারীরা পেয়েছেন বড় লভ্যাংশ, নজর কেড়েছে এই পেট্রোলিয়াম সংস্থাগুলি
Petroleum Industry Share: এক দশকে ৪৫ শতাংশ ডিভিডেন্ড, এই পেট্রোলিয়াম সংস্থাগুলি মালামাল করেছে বিনিয়োগকারীদের।
বিশেষজ্ঞরা বলেন যে কোনও বিনিয়োগই আসলে আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকে। যে কারণে শেয়ার বাজার (Share Market) কিংবা মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) অর্থ বিনিয়োগের কথা উঠতেই কপালে ভাঁজ পড়ে যায় অনেকের। কারণ, আসল খেলাটা যে সেই ধৈর্যেরই। কথায় বলে, ‘সবুরে মেওয়া ফলে’। আর বাজার বিশেষজ্ঞরা বলেন যাঁরা অপেক্ষা করতে জানেন মার্কেটের খেলা তাঁদের জন্যই। নির্দিষ্ট কিছু সংস্থায় বিনিয়োগ করে বিগত দশ বছরে ভাল পরিমাণ রিটার্ন বা ডিভিডেন্ড (Dividend) পেয়েছেন অনেক বিনিয়োগকারী।
বলে রাখা ভাল, গত দশ বছরে ভারতে গ্যাস ও পেট্রোলিয়াম (Natural Gas and Petroleum) সংস্থায় বিনিয়োগে মার্কেটে একটা উর্ধ্বমুখী গ্রাফ দেখা গিয়েছে। বিগত কয়েক দশক ধরে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা অনেকাংশে বেড়েছে (Natural Gas)। যদিও আজকে আমরা ব্যাটারি কিংবা সম্পূর্ণরূপে পুনর্ব্যবহারযোগ্য শক্তির (Reusable Power) দিকে বেশি ঝুঁকলেও একটা দশক পিছনে ফিরে তাকালে দেখা যাবে, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব। ফলত, চাহিদা বৃদ্ধির হাত ধরে বেড়েছে সংস্থাগুলির গুরুত্ব।
হিন্দস্তান পেট্রোলিয়াম
বিগত কয়েক দশক ধরে ভারতের গ্যাস ও পেট্রোলিয়াম পণ্যের তালিকায় পরিচিত একটি মুখ হিন্দুস্তান পেট্রোলিয়াম (Hindustan Petroleum)। গত এক মাসে এই সংস্থার শেয়ারের দামে পতন লক্ষ্য করা গিয়েছে ঠিকই। কিন্তু, একটা দশকের সমীকরণে বিনিয়োগকারীদের মন জিতেছে হিন্দুস্তান পেট্রোলিয়াম। বর্তমানে এই সংস্থার শেয়ার প্রতি মূল্য ২১৩.২০ টাকা। ২০১৩ সাল থেকে ২০২৩ পর্যন্ত এই এক দশকে সংস্থার শেয়ারের দামে বৃদ্ধি দেখা গিয়েছে ৫০০ শতাংশের কাছাকাছি। ৭৫ টাকা থেকে একেবারে ২১৩ টাকায়। প্রকাশিত একটি রিপোর্ট বলছে, গত এক দশকে এই সংস্থায় দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে ৪৫.৪৭ শতাংশ ডিভিডেন্ড পেয়েছেন বিনিয়োগকারীরা।
ভারত পেট্রোলিয়াম
ভারত পেট্রোলিয়ামের (Bharat Petroleum) কাহিনীও বলা চলে খানিকটা এক রকম। বর্তমানে এই সংস্থার শেয়ার প্রতি মূল্য ৩১৬.৫০ টাকা। এক দশক আগে যেখানে মূল্য ছিল ১২৪ টাকা আজ তা ছুঁয়েছে তিন শতকের গন্ডি। আজ থেকে দশ বছর আগে এই সংস্থায় দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে বর্তমানে ৪২.৩৫ শতাংশ ডিভিডেন্ড তুলে নিতে সক্ষম হয়েছেন বিনিয়োগকারীরা।
ইন্ডিয়ান ওয়েল
পরিসংখ্যান বলছে গোটা দেশ জুড়ে ৩৪ হাজার পেট্রোল পাম্পের অধিকারী এই সংস্থা। শেয়ার বাজারের সমীকরণের দিক থেকে দেখতে গেলে, বিগত দশ বছরে বিনিয়োগকারীদের খুব একটা মুনাফা না দিলেও, বর্তমানে ভারতে সর্ববৃহৎ পেট্রোপণ্য সংস্থায় পরিণত হয়েছে ইন্ডিয়ান ওয়েল (Indian Oil)। বর্তমানে এই সংস্থার শেয়ার প্রতি মূল্য ৭৬.২০ টাকা। গত এক দশকে দীর্ঘ মেয়াদে বিনিয়োগে ৩০.৯৮ শতাংশ ডিভিডেন্ডে দিয়েছে এই সংস্থা।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।