Mutual Fund: মিউচুয়াল ফান্ডে কখন বিনিয়োগ করলে সবথেকে বেশি লাভ ঘরে তুলতে পারবেন, জানুন সহজ ফর্মুলা
Mutual Fund : বাজারে একাধিক মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে। যেমন ইক্যুইটি ফান্ড, ঋণ তহবিল এবং হাইব্রিড তহবিল ইত্যাদি।
চড়া মূল্যবৃদ্ধি (Inflation) বাজারে রোজই চড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। ফলত, ছাপোষা মধ্যবিত্ত বাড়তি আয়ের আশায় ঝুঁকেছে নানা ক্ষেত্রে বিনিয়োগের (Invest) দিকে। শেয়ার বাজার (Share Market) কিংবা মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) মতো একাধিক বিনিয়োগের পথে নেমে পড়ছে আম-আদমি। সমীক্ষা বলছে, বর্তমানে ৪০ শতাংশ ভারতীয় আয় বাড়াতে ও নিজ মনের বাসনা পূরণ করতে ঝুঁকেছেন মিউচুয়াল ফান্ড বা ইক্যুইটি ফান্ডের (Equity Fund) দিকে। দীর্ঘ মেয়াদে (Long Term Investment) এবং স্বল্প মেয়াদে, উভয় ক্ষেত্রেই বেড়েছে বিনিয়োগের হিড়িক।
মাথায় রাখবেন যে বিষয়গুলি..
মিউচুয়াল ফান্ড আদপে বিপুল সংখ্যক বিনিয়োগকারীর (Investor) দ্বারা সংগৃহীত একটি তহবিল। যা কোনও সংগঠন শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে মুনাফা তুলে, সেই মুনাফার কিছু অংশ ফেরত দেয় বিনিয়োগকারীকে। সহজ ভাষায়, মিউচুয়াল ফান্ড হল একটি সাংগাঠনিক তহবিল যেখানে একাধিক বিনিয়োগকারী নিজেদের অর্থ বিনিয়োগ করে থাকেন। তারপর তহবিল গঠনকারী সংস্থা বিনিয়োগকৃত অর্থকে শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে মুনাফা তোলার চেষ্টা করে। অর্জিত মুনাফার কিছু অংশ পেয়ে থাকেন বিনিয়োগকারীরাও।
বাজারে একাধিক মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে। যেমন ইক্যুইটি ফান্ড, ঋণ তহবিল এবং হাইব্রিড তহবিল ইত্যাদি। কর্পাস ইক্যুইটি এবং ইক্যুইটি সম্পর্কিত যে কোনও বিনিয়োগ ইক্যুইটি ফান্ডের আওতায় পড়ে থাকে। মিউচুয়াল ফান্ডের নানা বৈচিত্র্যের পাশাপাশি বিনিয়োগ পদ্ধতিতেও রয়েছে একাধিক বৈচিত্র। এসআইপি বা পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে অল্প পরিমাণে টাকা এখানে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে পারেন। ধাপে ধাপে বিনিয়োগের সুবিধা মেলায় সাধারণের কাছে বিনিয়োগের এক অন্যতম মাধ্যম রূপে পৌঁছে গিয়েছে মিউচুয়াল ফান্ড। আবার, শেয়ার বাজারের মতো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে নেই বিরাট ঝুঁকি। আর্থিক ক্ষতি বা বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ার চিন্তাকে দূর হটিয়ে বিনিয়োগ করা যায় এই মাধ্যমে। কিন্তু কোন সময় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা লাভজনক হবে? এই প্রসঙ্গে সম্যক ধারণা থাকে না অনেকেরই।
কখন বিনিয়োগ করবেন?
কোন সময় বিনিয়োগ করা সঠিক হবে, এ প্রসঙ্গে ধারণা থাকে না অনেকেরই। বাজার বিশেষজ্ঞরা বলছেন ভাল লাভ ঘরে তুলতে শেয়ার বাজারের মতোই এ ক্ষেত্রে নজর রাখতে হবে বাজারে ভাল চলা নানারকম মিউচুয়াল ফান্ডগুলির দিকে। এসআইপি-র ক্ষেত্রে যেমন ধাপে ধাপে বিনিয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে বিনিয়োগকারীকে নজর রাখতে হবে তিনি সঠিক তহবিলে বিনিয়োগ করছেন কি না। কোন সংস্থার তহবিল এখন বাজারে উর্দ্ধমুখী, নজর দিতে হবে সেই বিষয়েও।