Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sawan Purnima 2023: শ্রাবণ পূর্ণিমায় এই ভুলগুলি করলেই বিপদ! লক্ষ্মীর ক্রোধে ধন-সম্পত্তি হ্রাস হবে ধীরে ধীরে

Hindu Rules: এবার শিবের মাস বেশি দিন ধরে পালিত হওয়ায় এই দিনগুলি আরও গুরুত্ব পেয়ে গিয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, শ্রাবণ মাস পালিত হচ্ছে ২ মাস ধরে, তাই এই সময় পূর্ণিমা তিথি পড়েছে ২ দিন, শ্রাবণ অমাবস্যা পড়েছে ২দিন।

Sawan Purnima 2023: শ্রাবণ পূর্ণিমায় এই ভুলগুলি করলেই বিপদ! লক্ষ্মীর ক্রোধে ধন-সম্পত্তি হ্রাস হবে ধীরে ধীরে
ছবিটি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 4:00 PM

শ্রাবণ ও মলমাসের মধ্যে সবচেয়ে শুভ ও গুরুত্বপূর্ণ দিন হল আজকের দিন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, পয়লা অগস্ট, মঙ্গলবার হল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। একে মলমাস, তার উপর শ্রাবণ মা,, তাই এদিনটিকে শ্রাবণ অধিক পূর্ণিমা বলা হয়। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো করা হয় পূর্ণিমার দিনে। এদিন হিন্দু রীতি-নীতি মেনেই পালিত হচ্ছে শ্রাবণ পূর্ণিমা। এই সময়ে মলমাস চলছে বলে একে বলা হচ্ছে শ্রাবণ অধিক পূর্ণিমা। এবার শিবের মাস বেশি দিন ধরে পালিত হওয়ায় এই দিনগুলি আরও গুরুত্ব পেয়ে গিয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, শ্রাবণ মাস পালিত হচ্ছে ২ মাস ধরে, তাই এই সময় পূর্ণিমা তিথি পড়েছে ২ দিন, শ্রাবণ অমাবস্যা পড়েছে ২দিন। অগস্টের প্রথম দিনেই পালিত হচ্ছে শ্রাবণ মাসের প্রথম পূর্ণিমা। প্রায় ১৯ বছর পর শ্রাবণ মাসে পালিত হচ্ছে মলমাস। এই মাস অশুভ হবেও বিশেষ বিশেষ ক্ষেত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

ভুল করেও আজ এই কাজ করবেন না

ক্যালেন্ডার অনুসারে, এবার কাকতালীয় ভাবে শ্রাবণমাসে পূর্ণিমা তিথির পাশাপাশি প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগের মতো বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে। এই কারণেই এই পূর্ণিমার গুরুত্ব বেড়ে দ্বিগুণ। এই শুভ তিথি ও যোগের সংমিশ্রণের সময় এমন কিছু কাজে ভুল করবেন না. যেখানে দেব-দেবী ক্রুদ্ধ হতে পারেন। বিশেষ করে লক্ষ্মীর ক্রোধে পড়লে জীবন একেবারে কষ্টে পরিপূর্ণ হয়ে যাবে। লক্ষ্মী অসন্তুষ্ট হলে ধনী থেকে গরিবেও পরিণত হতে পারেন আপনি।

– শ্রাবণ পূর্ণিমার দিনে আমিষ খাবার একেবারে খাবেন না। আজ পেঁয়াজ, রসুন, মদ, অ্যালকোহল একেবারেই খাবেন না। তাতে ভগবান বিষ্ণু ও ধনলক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন।

– শ্রাবণ পূর্ণিমার দিন তুলসী পাতা তুলবেন না। অর্থাত্‍ তুলসী পাতা একেবারেই স্পর্শ করবেন না। তুলসী হল দেবী লক্ষ্মীর রূপ, পূর্ণিমার দিনে তুলসী পাতা ছিঁড়লে লক্ষ্মী ও বিষ্ণুদেবকে রাগান্বিত করে।

– শ্রাবণ পূর্ণিমার দিনে কালো কাপড় পরবেন না। এ দিনে সাদা কাপড় বা হলুদ কাপড় পরা শুভ।

– শ্রাবণ পূর্ণিমার দিনে কোনও অভাবীকে খালি হাতে ফেরাবেন না। বরং এই দিনে স্নান করে দান করুন।

– পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করুন, যদি তা সম্ভব না হয় তবে স্নানের জলে পবিত্র নদীর জল মিশিয়ে বাড়িতে স্নান করুন। এছাড়াও, অভাবীকে দান করুন।