Shiv Navratri 2023: শিবরাত্রির আগে শিবনবরাত্রি পালিত হয় এই বিখ্যাত মন্দিরে! চলে শিব-পার্বতীর বিয়ে আসর
ShivRatri 2023: এই ৯ দিনে মহাকালের হলুদ ও মেহেন্দির মতো গুরুত্বপূর্ণ আচার-অনুষ্ঠান পালন করা হয়। হিন্দু বিয়ের সব রীতি মেনেই সব আয়োজন করা হয়।
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সারা দেশজুড়ে মহাশিবরাত্রি পালিত হবে। পুরাণ অনুসারে, ওই দিন ঘটা করে পার্বতী ও মহাদেবের বিবাহ হয়েছিল। কিন্তু তার আগেই বিয়ের প্রস্ততি শুরু হয়ে গিয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে। ফাল্গুন মাসের পঞ্চম তারিখ থেকেই শিব ও পার্বতীর বিয়ের উত্সব শুরু হয়ে গিয়েছে। প্রতি বছর মহাশিবরাত্রির আগে নয় দিন ধরে এই জনপ্রিয় মন্দিরের চলে বিয়ের উত্সব। এই উত্সবকেই বলা হয় শিব নবরাত্রি। এই নয়টি দিনে, মহাকালকে নয়টি উপায়ে সজ্জিত করা হয় ও শিবরাত্রির দিন মহাকাল ফুলের শিরোনাম পরে বরের বেশ ধারণ করেন। শুধু তাই নয়, এই ৯ দিনে মহাকালের হলুদ ও মেহেন্দির মতো গুরুত্বপূর্ণ আচার-অনুষ্ঠান পালন করা হয়। হিন্দু বিয়ের সব রীতি মেনেই সব আয়োজন করা হয়।
শিবরাত্রির আগে ৯দিন ধরে কেমন চলে সেই উত্সব, জানুন
হিন্দুদের বিবাহ মানেই প্রচুর নিয়ম, রীতি, রেওয়াজ ও আচার অনুষ্ঠান। আর এই বিয়ে তো আর সাধারণ কোনও মানুষের নয়, দেবাদিদেবের বিয়ের অনুষ্ঠান। তাই এই নয়দিনের প্রতিটি দিন বিয়ের এক একটি আচার-অনুষ্ঠান পালন করা হয়।
– শিব নবরাত্রির প্রথম দিনে, বাবা মহাকালকে চন্দন কাঠ দিয়ে সজ্জিত করা হয় এবং জলাশয়ে হলুদ দেওয়া হয়। দেবী পার্বতী ও মহাদেবের গায়ে হলুদের প্রলেপ লাগানো হয়।
– দ্বিতীয় দিন বাবা মহাকালকে শেষনাগের রূপে সাজানো হয়। এ দিন বাবা মহাকাল শেষনাগ রূপে ভক্তদের দর্শন দেন।
– তৃতীয় দিনে বাবা মহাকাল মেঘলা রূপে ভক্তদের দর্শন দেন।
– চতুর্থ দিন বাবা মহাকালের মূর্তিতে সাজানো হয়। মহাদের যৌবন রূপ। এদিন রাজপুত্রের মতো মহাকালকে সাজানো হয়।
– শিব নবরাত্রির পঞ্চম দিনে, মহাকালকে হোলকার ঐতিহ্য অনুসারে সজ্জিত করা হয়।
– শিব নবরাত্রির ষষ্ঠ দিনে মহাকালকে মনমহেশ রূপে সজ্জিত করা হয়। এই রূপে মহাকাল ভগবান শিবের রূপে সজ্জিত করা হয়।
– সপ্তম দিনে, মহাকাল দেবী পার্বতীর সঙ্গে উমা-মহেশ রূপে ভক্তদের কাছে আবির্ভূত হন। এ দিনে মহাদেব ও পার্বতী উভয়েরই রূপ সাধারণের কাছে প্রকাশ করা হয়।
– অষ্টম দিনে বাবা মহাকাল শিবের রুদ্র রূপে সজ্জিত করা হয়।
– শিব নবরাত্রির শেষ দিনে মহাকালকে বর বেশে সাজানো হয়। পুরোটাই ফুল দিয়ে মহাদিদেবকে সাজানো হয়।
মহাদেবের এত রূপ কেন? পুরাণে জানা যায়, প্রথমে পার্বতীকে বিয়ে করতে চাননি শিব। তাই বিয়ে এড়াতে তাঁকে যাতে চিনতে না পারেন, তাই বিভিন্ন রূপে ছদ্মবেশ ধারণ করেন মহাদেব। সেই কারণেই শিবরাত্রির জআগে মহাকালের বহুরূপী হিসেবে সাজানো হয়। এই সময় শিবকে অর্ধনারীশ্বর হিসেবেও সাজানো হয়। প্রসঙ্গত, উজ্জয়িনীর এই বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরের মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। শিবরাত্রি উত্সবের প্রস্তুতি চলে প্রায় এক মাস আগে থেকে। তাই সারা বছর যে সব ভক্তরা সময় ও সুযোগ পাননা., তাঁরা এই সময়কালে শিবের আরাধনা করে মহাদেবকে তুষ্ট করেন।
(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)