Sindoor Significance: বিবাহিতারা সিঁদুর কেন পরেন, আছে বৈজ্ঞানিক কারণও

Hinduism: হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথার সিঁথিতে লাল সিঁদুর ব্যবহার করা হয়ে থাকে। বিবাহের সময় একটি নিয়ম  থাকে, সিঁদুরদান পর্ব। কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

Sindoor Significance: বিবাহিতারা সিঁদুর কেন পরেন, আছে বৈজ্ঞানিক কারণও
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 9:41 AM

হিন্দু ধর্মে সিঁদুরকে এক অন্যমাত্রায় সম্মান দেওয়া হয়। শুভ কাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। সনাতন ধর্মে প্রায় ১৬ শোভার মধ্যে সিঁদুর হল অন্যতম। বৈবাহিক জীবনেও রয়েছে লাল রঙের এই সিঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা। বিয়ের সময় ও পুজোর কাজে সিঁদুর ব্যবহার করা হয়। হিন্দু মহিলারা বিয়ের পর মাথার সিঁথিতে গাঢ় ও মোটা করে সিঁদুর পরার রীতি রয়েছে। সিঁদুর সাধারণত, দুই প্রকারের। প্রথমটি হল লাল সিঁদুর, এই ধরনের সিঁদুর বিবাহিতারা ব্যবহার করে থাকেন। আর দ্বিতীয়টি কমলা সিঁদুর ভগবান হনুমানকে নিবেদন করা হয়।

বিবাহিত জীবনের অন্যতম লক্ষণ বলে মনে করা হয় সিঁদুরকে।  হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথার সিঁথিতে লাল সিঁদুর ব্যবহার করা হয়ে থাকে। বিবাহের সময় একটি নিয়ম  থাকে, সিঁদুরদান পর্ব। কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সিন্দুর শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবাহিতাদের জন্য গুরুত্বপূর্ণ , তাই নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এর বিশেষ গুরুত্ব রয়েছে।

গুরুত্ব

ভারতীয় সংস্কৃতিতে সিঁদুর লাগানোর প্রথা বহু প্রাচীন। রামায়ণ থেকে মহাভারত, বিভিন্ন ধর্মগ্রন্থ ও শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব উল্লেখ রয়েছে। বিবাহের সময় কনের চাহিদা বরপক্ষ পূরণ করে থাকে। মনে করা হয়, বিবাহিতারা যতবেশি  সময় ধরে সিঁথিতে সিঁদুর পরে থাকেন, তাঁর স্মবামীর আয়ু দীর্ঘ হয়ে থাকে। স্বামীর কল্যাণে ও পরিবারের মঙ্গলার্থে বিবাহিতারা প্রতিদিন স্নানের পর সিঁদুর দিয়ে নিজের সৌন্দর্য বাড়িয়ে তোলেন।

পৌরাণিক কাহিনি

পৌরাণিক কাহিনি অনুসারে, একসময় দেবী সীতা যখন তার সিঁথিতে সিঁদুর দিয়ে ভরাট করছিলেন, তখন হনুমান সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন এই লাল রঙ তাঁর সিঁথিতে পূর্ণ করে থাকেন? তাতে সীতা উত্তর দিয়েছিলেন, শ্রীরাম সিঁথিতে লাল রঙের সিঁদুর দেখে খুব খুশি হোন। তাই প্রতিদিন এই কাজ করতে তিনি পছন্দ করেন। সীতার এই উত্তরে হনুমান তখন সামান্য সিঁদুর সারা গায়ে মেখে রামের সঙ্গে দেখা করতে যান। এই দৃশ্য দেখে রামের হাসি আর থামতেই চায় না। সেই সময় রাম তখন হনুমানজির গায়ে সিঁদুর লাগানোর রীতি চলে আসছে।

উপকারিতা

সনাতন হিন্দু ধর্মে বেশিরভাগ প্রথা ও ঐতিহ্যের সঙ্গে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ। সিঁদুর প্রধানত মহিলারা মাথার মাঝখানে সিঁথি করে সরলরেখা বরাবর ব্যবহার করে থাকেন। বিজ্ঞান জানাচ্ছে, সিঁদুরে রয়েছে বুধ ধাতু, যা ব্রহ্মরান্ধ্র গ্রন্থির জন্য খুবই ভালো বলে মনে করা হয়। তাতে মহিলাদের মানসিক চাপ হ্রাস পায়। পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।