Sawan 2023: ভোলেবাবার উপবাস তো রাখেন, জানেন কি শ্রাবণ মাসেকেই কেন ‘শিবের মাস’ বলা হয়?

Significance of Sawan Month: সারাবছর শিবপুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে। শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষ কাল। এইদিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে ধারণা।

Sawan 2023: ভোলেবাবার উপবাস তো রাখেন, জানেন কি শ্রাবণ মাসেকেই কেন 'শিবের মাস' বলা হয়?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 12:10 PM

হিন্দু শাস্ত্র মতে, শ্রাবণ মাসের (Sawan Month 2023) গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দুমতে, দেবাদিদেব মহাদেবের (Lord Shiva) অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন। নিয়ম অনুযায়ী, ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন। মনে করা হয়, এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন। সারাবছর শিবপুজো (Shiva Puja at Home) করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে। শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষ কাল। এইদিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে ধারণা।

শিবমন্দিরে তো বটেই, শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয়। সাধারণত গঙ্গাজল, দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পুজো করা হয়। আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে, জলভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ হয়। শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনও ত্রুটি রাখেন না। কিন্তু শ্রাবণ মাসই কেন এত গুরুত্বপূর্ণ কেন? মহাদেবেরই বা এই মাস কেন এত প্রিয়, তা জানেন না ৯০ শতাংশ।

পৌরাণিত কাহিনি অনুযায়ী, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের প্রভাবে মহাদেবের কন্ঠ নীল হয়ে ওঠে। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করা হয়। আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা।

আরেকটি কাহিনিতে উল্লেখ রয়েছে, সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন। শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব। আর সেই শুভমুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই। শিবরাত্রির দিনেই শিব-পার্বতীর পুনর্মিলন ঘটেছিল। এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়।

চলতি বছরের শ্রাবণ মাস আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ১৯ বছর পর শ্রাবণ মাসে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এবছর ৩০ দিন নয়, টানা ৫৯দিন ধরে পালিত হবে শিবের মাস। তার মানে একমাস নয়, ২ মাস ধরে চলবে শিবের উপাসনা। মলমাস শুরু হওয়ায় শ্রাবণ মাস পালিত হবে পর পর ২ মাস ধরে। ভোলেনাথের পুজো করতে ৪ সোমবার নয়, ৮ সোমবার বিশেষ পুজো করতে পারবেন শিবভক্তরা।