Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AFC Cup: হায়দরাবাদকে হারিয়ে এএফসির মূলপর্বে যেতে মরিয়া মোহনবাগান

Mohun Bagan vs Hyderabad FC: আবারও কোঝিকোড়ের মাটিতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। বুধবার হায়দরাবাদ এফসির সামনে মোহনবাগান। এএফসি কাপের (AFC Cup) প্লে অফে মানোলো মার্কুয়েজের দলের সামনে ফেরান্দোর দল।

AFC Cup: হায়দরাবাদকে হারিয়ে এএফসির মূলপর্বে যেতে মরিয়া মোহনবাগান
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2023 | 7:04 PM

কোঝিকোড়: একমাসও হয়নি। এই কোঝিকোড় থেকে খালি হাতে ফিরতে হয়েছিল আইএসএল চ্যাম্পিয়নদের। সুপার কাপের গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে যায় মোহনবাগানের। আবারও কোঝিকোড়ের মাটিতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। বুধবার হায়দরাবাদ এফসির (Hyderabad FC) সামনে মোহনবাগান। এএফসি কাপের (AFC Cup) প্লে অফে মানোলো মার্কুয়েজের দলের সামনে ফেরান্দোর দল। চলতি বছরে এই নিয়ে পঞ্চম বার একে অপরের মুখোমুখি হতে চলেছে। আইএসএলে দুটো সাক্ষাতে ফলাফল ছিল ১-১। সেমিফাইনালের প্রথম পর্ব গোলশূন্য শেষ হয়। ফিরতি পর্বে টাইব্রেকারে জেতে মোহনবাগান (Mohun Bagan)। ওগবেচেদের হারিয়ে এ বার এএফসি কাপের মূলপর্বে যেতে মরিয়া আইএসএল চ্যাম্পিয়নরা। সুপার কাপের ভুল থেকে শিক্ষা নিয়েছে ফেরান্দোর দল। মরসুমের শেষ ম্যাচ জিতে ঘরে ফিরতে চান দিমিত্রি পেত্রাতোসরা। সুপার কাপ থেকে বিদায় নেওয়ার পরই এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দেয় মোহনবাগান। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

৯০ মিনিটেই ম্যাচের ফয়সালা চাইছেন বাগান কোচ হুয়ান ফেরান্দো। আক্রমণাত্মক ফুটবলকেই হাতিয়ার করছেন বাগানের স্প্যানিশ কোচ। হায়দরাবাদের রক্ষণে কাঁপুনি ধরাতে চান পেত্রাতোস, হুগো বোমাসরা। হায়দরাবাদের রক্ষণকে নেত্বত্ব দিচ্ছেন ওডেই ওনান্ডিয়া। আইএসএলে ভালো খেললেও সুপার কাপে নিষ্প্রভ ছিলেন দিমিত্রি। এএফসি কাপের প্লে অফে গোল করে দলকে জেতাতে তৈরি অজি স্ট্রাইকার।

দ্রুত গোল তুলতে লিস্টন কোলাসো, মনবীর সিং, কে আশিকদের উপরেও আস্থা রাখছেন বাগান কোচ হুয়ান ফেরান্দো। বোরহাদের আক্রমণ রুখতে ডিফেন্সে ম্যাকহিউ, স্লাভকোদের কাঁধেও থাকছে বাড়তি দায়িত্ব। হায়দরাবাদের সাপ্লাই লাইন বন্ধ করতে মহম্মদ ইয়াসির, আকাশ মিশ্রদের দৌড় বন্ধ করতে চান ফেরান্দো। জোয়াও ভিক্টর, জেভিয়ার সিভেরিওদের মতো বিদেশিরাও ম্যাচের রং বদলে দিতে পারেন। তাই সতর্ক থাকছেন বাগান হেডস্যার। নির্ধারিত সময়ে ম্যাচ নিষ্ফলা থাকলে, খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। তাই মানসিক ভাবে দুই দলই প্রস্তুত থাকছে।

মেগা ম্যাচের আগে বাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল করতে এই ম্যাচটা আমাদের জিততেই হবে। শুধু ফুটবলারদের জন্যই নয়, ক্লাবের জন্যও আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ ভালো বার্তা নিয়ে আসে। আমরা এই মরসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছি। ভবিষ্যতের কথা এখনই ভাবতে চাই না। আপাতত হায়দরাবাদ ম্যাচ নিয়েই ভাবছি। একটা ছোট ভুলও আমাদের জন্য মারাত্মক হতে পারে। গত বছর এএফসি কাপে একটা ভুলেই আমাদের ছিটকে যেতে হয়েছিল। আমার ছেলেরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। গত তিন বছর ধরেই হায়দরাবাদ এফসি দারুণ পারফর্ম করে চলেছে। গত বছর ওরা আইএসএলও জিতেছে। এ বছর দুই নম্বরে শেষ করেছে। আমাদের জন্য কঠিন ম্যাচ হতে চলেছে।’

অন্যদিকে হায়দরাবাদ কোচ মানোলো মার্কুয়েজের এটাই শেষ ম্যাচ। বুধবারের পরই সরকারি ভাবে হায়দরাবাদের দায়িত্ব ছাড়ছেন তিনি। ৫৫ বছরের স্প্যানিশ কোচ যোগ দেবেন এফসি গোয়াতে। তার আগে এএফসি কাপে হায়দরাবাদকে পৌঁছে দিতে চান মার্কুয়েজ।