Australian Open: প্রথম ফাইনালেই সেরা, মেলবোর্ন পার্ক মাতালেন সাবা’শ’লেঙ্কা!
Aryna Sabalenka: রিবাকিনার রিটার্ন বেস লাইনের বাইরে পড়তেই, আনন্দে কোর্টে শুয়ে পড়লেন আরিয়ানা সাবালেঙ্কা। কেরিয়ারে প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। প্রথম গ্র্যান্ড স্লামও জিতলেন। নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন।
মেলবোর্ন : এক সেট পিছিয়ে থাকা, সেখান থেকে চ্যাম্পিয়ন। অপেক্ষা বাড়ল তৃতীয় সেটেও। চ্যাম্পিয়নশিপ পয়েন্টে দাঁড়িয়েছিলেন আরিয়ানা সাবালেঙ্কা। অ্যাডভান্টেজও নেন। ট্রফির সঙ্গে আর একটা পয়েন্টের দূরত্ব। ডিউস করেন রিবাকিনা। কিছুটা আতঙ্ক ভর করেছিল সাবালেঙ্কার। এতটা কাছে এসে অপেক্ষা বাড়বে না তো! দ্রুতই ফের অ্যাডভান্টেজ নিলেন সাবালেঙ্কা। সার্ভিস করলেন খেতাবের পয়েন্টের জন্য। তৃতীয় বার চ্যাম্পিয়নশিপ পয়েন্টের সামনে থেকে ডিউস। ফের অ্যাডভান্টেজ নিলেন। চতুর্থ বার চ্যাম্পিয়নশিপ পয়েন্টের জন্য সার্ভিস করার আগে গ্যালারি তাঁকে তাতালো। অবশেষে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। রিবাকিনার রিটার্ন বেস লাইনের বাইরে পড়তেই, আনন্দে কোর্টে শুয়ে পড়লেন আরিয়ানা সাবালেঙ্কা। কেরিয়ারে প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। প্রথম গ্র্যান্ড স্লামও জিতলেন। নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন। বিস্তারিত TV9Bangla-য়।
ম্যাচের আগে পরিস্থিতি এমন ছিল, যেই জিতুক না কেন, মেয়েদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন পেত অস্ট্রেলিয়ান ওপেন। আরিয়ানা সাবালেঙ্কা প্রথম বার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। অন্য দিক, এলিনা রিবাকিনা অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ফাইনাল হলেও একটা গ্র্যান্ড স্লাম জয়ের অভিজ্ঞতা রয়েছে। উইম্বলডন চ্যাম্পিয়ন তিনি। মেয়েদের টেনিসের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যায়, ধারাবাহিকতার অভাব। সেরেনা উইলিয়ামসের মতো কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি। অনেকেই একটা করে গ্র্যান্ড স্লাম জিতে হারিয়ে গিয়েছেন। কেউবা দুটো গ্র্যান্ড স্লাম। ফলে রিবাকিনার দিকে বাড়তি নজর ছিল, কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিততে পারেন কী না।
রিবাকিনা এবং সাবালেঙ্কা এর আগে তিন বার মুখোমুখি হয়েছিলেন। সব বারই জিতেছিলেন সাবালেঙ্কা। এর মধ্যে এক বার গ্র্যান্ড স্লাম সাক্ষাতও ছিল। এব সব কটি ম্যাচই তিন সেটে গড়িয়েছিল। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও অন্যথা হল না। প্রথম সেটটি ৬-৪’এ জেতেন রিবাকিনা। পরের সেটেই প্রত্যাবর্তন সাবালেঙ্কার। ৬-৩’এ দ্বিতীয় সেট নিজের নামে করেন। সেমি ফাইনালে দু-জনেই স্ট্রেট সেটে জিতে এসেছিলেন। ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই হল। তৃতীয় সেটে ৫-৪ এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। তিন বার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট খোঁয়ালেও শেষ হাসি তাঁরই। মেলবোর্নে রানী বেলারুশের সাবালেঙ্কা।